ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম ম্যাচে ৩০০ ছুঁই ছুঁই রান করেছিলো সানরাইজার্স হায়দ্রাদ। রাজস্থানের বিপক্ষে সেই ম্যাচটি ৪৪ রানে জিতেছিল তারা। এরপর আজ দ্বিতীয় ম্যাচে লাখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১৯০ রানের বড় পুঁজি সংগ্রহ করেছে হায়দ্রাবাদ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ঘরের মাঠে টসে হেরে ব্যাটিং এ যায় হায়দ্রাবাদ। এদিনও ২২ গজে ঝড় তোলেন ট্রাভিস হেড।
এদিন ব্যাটিং এ নেমে শুরুতেই ধাক্কা খায় হায়দ্রাবাদ। দলের ইনফর্ম ব্যাটার অভিষেক শর্মা সাজঘরে ফেরেন ৩য় ওভারের প্রথম বলে। এরপর থিতু হতে পারেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইশান কিশানও। শার্দুল ঠাকুরের বলে পন্থের হাতে বল তুলে দেন তিনি।
তবে থেমে থাকেননি ট্রাভিস হেড। তাকে যোগ্য সঙ্গ দেন নিতীশ কুমার রেড্ডি। এ দুই ব্যাটার গড়েন ৬১ রানের জুটি।
শেষদিকে অনিকেত ভর্মা (১৩ বলে ৩৬), হেনরি ক্লাসেন (১৭ বলে ২৬) ও পেট কামিন্স (৪ বলে ১৮) রানে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ।
লাখনৌর হয়ে ৪টি উইকেট নেন শার্দুল ঠাকুর। এছাড়া আভেশ খান, দিগভেস রাঠি, রবি বিষ্ণুই এবং প্রিন্স যাদব নেন ১ উইকেট।
আপনার মতামত লিখুন :