গত মঙ্গলবার রাতে সাভারের কেপিজি হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তামিম ইকবালকে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন। তামিমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং কয়েক দিনের মধ্যে তাকে বাসায় নিয়ে যাওয়া হতে পারে।
তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, তামিম কি আবার ক্রিকেটে ফিরতে পারবেন? এ ব্যাপারে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘ক্রিকেটে ফিরতে পারবেন কি না, সেটা তিন-চার মাস পর কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’
তামিমের জীবনযাপন ও শারীরিক পরিস্থিতি নিয়ে পরিবর্তন আনার পরামর্শ দিয়ে শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘এমন হার্ট অ্যাটাকের পর রোগীদের খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হয়। তাদের মধ্যে এই সমস্যা আবার হতে পারে। ব্লক না হলেও হতে পারে, তাই নিয়মিত অ্যাসেসমেন্ট এবং ফলোআপ দরকার। লাইফস্টাইল পরিবর্তন, ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগস—এগুলো তামিমের টিম, তার পরিবার এবং তামিমকেই আমাদের সঙ্গে সহযোগিতা করে মানিয়ে নিতে হবে।’
এ ছাড়া, তামিমের মানসিক অবস্থাও গুরুত্ব পেয়েছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান, ‘তামিম মানসিকভাবে এটাকে গ্রহণ করতে পারছে না। এটি তার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। এটা তার কল্পনার বাইরে ছিল। তবে এ ধরনের ঘটনা অনেক খেলোয়াড়ের সঙ্গে ঘটেছে। মাঠে খেলার সময় অনেকেই মারা গেছেন বা অজ্ঞান হয়ে পড়েছেন। এজন্য আমরা একজন কাউন্সিলরকে যুক্ত করেছি, যিনি তামিমের মানসিক অবস্থা বুঝে তাকে সঠিকভাবে সাহায্য করবেন, তার প্রশ্ন এবং প্যানিক শুনে তাকে গাইড করবেন।’