ঢাকা সোমবার, ৩১ মার্চ, ২০২৫

রোনালদোর ছেলের সামনে ৫ দেশের হয়ে খেলার সুযোগ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ১১:৪৯ এএম
ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ার শেষের দিকে চলে এসেছে এবং হয়তো খুব বেশি দিন তাকে আর আন্তর্জাতিক ফুটবলে দেখা যাবে না। তবে তিনি রেখে যেতে পারেন তার উত্তরসূরি, রোনালদো জুনিয়রকে। যিনি ইতোমধ্যে একাধিক ক্লাবের জুনিয়র দলে খেলেছেন।

১৪ বছর বয়সে তার ফুটবল প্রতিভার ছাপ রেখে দিয়েছেন রোনালদো জুনিয়র। তিনি ইতোমধ্যেই জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের হয়ে খেলেছেন। বর্তমানে তিনি তার বাবার ক্লাব আল নাসরের যুব দলেই খেলছেন।

এবার প্রশ্ন উঠে এসেছে, তিনি কোন দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলবেন? স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, রোনালদো জুনিয়র ৫টি দেশের হয়ে খেলার সুযোগ পেতে পারেন: যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্পেন, কেপ ভার্ডে এবং পর্তুগাল।

২০১০ সালে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে জন্মগ্রহণ করেছেন রোনালদো জুনিয়র। যার ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে। তবে রোনালদো হয়তো চাইবেন না তার ছেলে যুক্তরাষ্ট্রের হয়ে খেলুক, তাই যুক্তরাষ্ট্রের জার্সিতে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা কম।

রোনালদো দুই মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন, তাই যদি তিনি চান, তার ছেলে ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলতে পারেন।

রোনালদো জুনিয়রের শৈশব কেটেছে স্পেনে, যেখানে তিনি আট বছর পর্যন্ত ছিলেন। স্পেনে থাকা ৩ বছরের শর্ত পূরণ করলে, ওই দেশের নাগরিকত্ব পাওয়া সম্ভব, তাই স্পেনের হয়েও খেলার সম্ভাবনা রয়েছে তার।

এ ছাড়া রোনালদোর নানির বাড়ি কেপ ভার্ডে, আফ্রিকান এই দ্বীপ রাষ্ট্রের হয়ে খেলাও রোনালদো জুনিয়রের জন্য একটি বিকল্প হতে পারে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে, হয়তো রোনালদো চান তার ছেলে পর্তুগালের জাতীয় দলের হয়ে খেলুক, যেমনটি তার বাবা করেছেন।