সোমবার, ৩১ মার্চ, ২০২৫

২০৩৬ অলিম্পিকের আয়োজক হতে চায় ভারত!

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ১২:০৬ পিএম

২০৩৬ অলিম্পিকের আয়োজক হতে চায় ভারত!

ছবি: সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্যের পর, এবার দেশটি নতুন উচ্চতায় পৌঁছানোর লক্ষ্য নিয়ে ২০৩৬ সালের অলিম্পিকের আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে। ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র মতে, ইতোমধ্যে আয়োজক হওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন প্রক্রিয়া শুরু করেছে ভারত।

গুজরাটের গান্ধীনগরে সম্প্রতি আয়োজিত এক বৈঠকে ভারতের অলিম্পিক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে একটি উচ্চ পর্যায়ের কমিটি অলিম্পিক আয়োজনের মাস্টারপ্ল্যান উপস্থাপন করেছে, যেখানে ধাপে ধাপে আয়োজনে খরচের পরিকল্পনা উল্লেখ করা হয়েছে। আহমেদাবাদ, গান্ধীনগর, ভোপাল, গোয়া, মুম্বাই এবং পুনে—এসব শহরে অলিম্পিকের বিভিন্ন ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ভারত যদি ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের দায়িত্ব পায়, তবে এটি হবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অলিম্পিক আসর। আনুমানিক খরচ ৬৪ হাজার কোটি ভারতীয় রুপি হবে, যা ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের খরচ (৪৩,৬৩৩ কোটি রুপি) থেকে ২০ হাজার কোটি রুপি বেশি। আয়োজক কমিটির তথ্য অনুযায়ী, অলিম্পিক আয়োজন করতে ন্যূনতম ৩৪,৭০০ কোটি রুপি খরচ করা হতে পারে।

এই বিশাল ব্যয়ের পেছনে মূল কারণ হল বর্তমান ভারতীয় ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন এবং নতুন পরিকাঠামো নির্মাণ। আয়োজক কমিটির বাজেটের মধ্যে ৩০ শতাংশ অর্থ পুরোনো পরিকাঠামোর উন্নয়নে, ৬০ শতাংশ নতুন পরিকাঠামো তৈরিতে এবং ১০ শতাংশ সাময়িক পরিকাঠামো নির্মাণে ব্যয় হবে।

এছাড়া, অলিম্পিক আয়োজনের জন্য দুটি বাজেট রাখা হয়েছে। একটি হলো আয়োজক কমিটির বাজেট, যা গেমসের সব কার্যক্রমের জন্য খরচ হবে এবং সেটির পরিমাণ হতে পারে ১৮,৬০০ কোটি থেকে ৪১,১০০ কোটি রুপি। এতে প্রতিযোগিতার আয়োজন, লোকবল, আবাসন, যাতায়াত এবং অন্যান্য খরচ অন্তর্ভুক্ত থাকবে।

২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য ইতোমধ্যে মেক্সিকো, ইন্দোনেশিয়া, তুরস্ক এবং পোল্যান্ড আগ্রহ প্রকাশ করেছে। তবে, এর আগে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে এবং ২০৩২ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হবে অলিম্পিক।

আরবি/এফআই

Link copied!