এএফসি এশিয়ান কাপে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। সেই ম্যাচে বাংলাদেশ গড়েছিল এক বীরত্বগাঁথা। যদিও একাধিক সহজ সুযোগ হাতছাড়া করে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। তবে সেদিন মাঠে একক নৈপুন্য দেখিয়েছেন হামজা।
ভারতের বিপক্ষে ড্রয়ের আক্ষেপ নিয়ে দেশে ফেরার পরদিনই হামজা ফিরে গেছেন ইংল্যান্ডে। সেখানে গতকাল রাতে তার দল শেফিল্ড ইউনাইটেড ঘরের মাঠে আতিথ্য দিয়েছিল কভেন্ট্রি সিটিকে। এদিন হামজারা জিতেছে ৩-১ গোলের ব্যবধানে।
এ জয়ের মধ্য দিয়ে ইএফএল চ্যাম্পিয়নশিপের টেবিলের শীর্ষে উঠে এসেছে হামজা চৌধুরীর দল। এ ম্যাচে শুরুর একাদশেই ছিল হামজা। ম্যাচের শেষ দিকে বদলি হয়ে মাঠ ছাড়ার আগ পর্যন্ত যথারীতি দারুণ নৈপুণ্য প্রদর্শন করেছেন হামজা।
ঘরের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিল শেফিল্ড। মাত্র ১৯ মিনিটেই গাস হ্যামার দুর্দান্ত এক ফ্রি-কিকের মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর ৩০ মিনিটে দলটির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন টাইরেসে ক্যাম্পবেল। অবশ্য এ গোলের পেছনে ভূমিকা ছিল হামজার।
বিরতির পর ৬২ মিনিটে ব্যবধান বাড়ান রিয়ান ব্রেওয়েস্টার। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে কভেন্ট্রির হয়ে গোল শোধ করেন জ্যাক রুদোনি।
এ জয়ের মধ্য দিয়ে ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উটে এসেছে শেফিল্ট।
এদিন হামজা চৌধুরী কোনো গোল না পেলেও ম্যাচজুড়ে তিনি চিলেন দুর্দান্ত। ম্যাচে ৪৮ বার বল স্পর্শ করা হামজা ফাইনাল থার্ডে পাস দিয়েছেন ৩টি। এ ছাড়া ওয়ান টু ওয়ানে দু’বার ট্যাকল করে বল জিতেছেন তিনি। ডুয়েলেও তিনটির মধ্যে দুটিতে জিতেছেন হামজা। সব মিলিয়ে পারফরম্যান্সের জন্য তাঁকে ৭.৫ রেটিং দিয়েছে ফুটবলভিত্তিক পোর্টাল ফুটমব।