ভালো শুরু করেও জিততে পারলো না পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭৩ রানে হেরেছে তারা। এদিন বিশ্বরেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের মুহাম্মদ আব্বাস। অভিষেক ম্যাচে দ্রুততম ফিফটি গড়ে এ রেকর্ড গড়েছেন তিনি।
শনিবার (২৯ মার্চ) নেপিয়ারে টস হেরে ব্যাটিং নেমে মার্ক চ্যাপম্যানের সেঞ্চুরিতে ভর করে ৩৪৪ রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও শেষদিকে ব্যাটারদের ব্যর্থতায় ২৭১ রানে অলআউট হয় পাকিস্তান।
এদিন শুরুতে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। মাত্র ১ রান করেই নাসিম শাহের শিকার হয়ে বিদায় নেন উইল ইয়ং। আরেক নিক কিলিও বেশিক্ষন থিতু হতে পারেনি এদিন। দলীয় ৩৩ রানে আকিফ জাবেদের বলে উইকেট হারান তিনি। এরপর হেনরি নিকোলসকেও দ্রুত সাজঘরের পথ দেখান তিনি।
তবে তারপরই দলের হাল ধরেন মার্ক চ্যাপম্যান ও ড্যারি মিচেল। ১৯৯ রানের বড় জুটি গড়েন এই দুই ব্যাটার। ৮৪ বলে ৭৬ রান করে মিচেল শিকার হন ইরফান খানের।
তারপর ক্রিজে নামেন অভিষিক্ত অলরাউন্ডার মোহাম্মদ আব্বাস। আব্বাস নেমেই আরো আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। মাত্র ২৪ বলে হাঁকান অর্ধশতক আর এতেই করে ফেলেন বিশ্বরেকর্ড। অভিষেকে দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডটি এখন আব্বাসের দখলে। আগে এই রেকর্ড যৌথভাবে ছিল ভারতের ক্রুনাল পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের অ্যালিক অ্যাথানজের দখলে।
চ্যাপম্যান ও আব্বাসের জুটিতে আসে মাত্র ১২ বলে ৩১ রানের ক্যামিও জুটি। চ্যাপম্যানের বিদায়ে থামে এ জুটি। তিনি থামেন ১৩২ রানে। বিশ্বরেকর্ড গড়ার পর আব্বাস থামেন ৫২ রান করে। ২৬ বলে ২০০ স্ট্রাইকরেটে এই ক্যামিও ইনিংসে তার ব্যাট থেকে আসে তিনটি করে চার ও ছক্কা। ইনিংসের শেষ বলে ক্যাচ আউট হন আব্বাস।

নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ড সংগ্রহ করে ৯ উইকেটে ৩৪৪ রান। পাকিস্তানের পক্ষে তিনটি উইকেট পান ইরফান। দুইটি করে উইকেট পান আকিফ ও হারিস রউফ।
লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য ভালো সূচনা করে পাকিস্তান। ওপেনার উসমান খান ও আবদুল্লাহ শফিক গড়েন ৮৩ রানের জুটি। ৩৩ বলে ৩৯ রান করা উসমাকে ফেরান নাথান স্মিথ। এরপরই একই পথ ধরেন শফিকও।
দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এই দুই অভিজ্ঞ ব্যাটার গড়েন ৭৬ রানের জুটি। এরপর রিজওয়ানের বিদায়ের পর চতুর্থ উইকেটে বাবরের সঙ্গ দেন সালমান আঘা। ৫৯ বলে ৮৩ রান যোগ করেন বাবর ও আগা সালমান।
তবে দলীয় ২৪৯ রানে বাবরের বিদায়ের পর ভেঙ্গে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। ব্যাটাররা যোগ দেন আসা যাওয়ার মিছিলে। ফলে পরবর্তী ২২ রান নিতে বাকি ৬ উইকেট হারায় পাকিস্তান।
পাকিস্তান ২৭১ রানে অলআউট হওয়ায় ৭৩ রানের দাপুটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। নাথান স্মিথ নিয়েছেন চারটি উইকেট। দুইটি উইকেট নিয়েছেন জ্যাকব ডাফি।
আপনার মতামত লিখুন :