ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

ভুটানের নারী লিগে বাংলাদেশের ৬ ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৩:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দল বাংলাদেশ। সাবিনা খাতুনরা সাফ চ্যাম্পিয়নশীপ জিতেছে টানা দু’বার। আর তাই বিদেশি লিগেও কদর বাড়তে শুরু করেছে নারী ফুটবলারদের। সেই ধারাবাহিকতায় ভুটানের নারী ফুটবল লিগে ডাক পেয়েছেন বাংলাদেশের ৬ নারী ফুটবলার।

আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ভুটান নারী ফুটবল লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপ্না চাকমা। এবার তাদের পর এ লিগে ডাক পেয়েছেন আরও ৪ বাংলাদেশি নারী ফুটবলার। পারো এফসির হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন, ঋতুপর্না চাকমা, সুমাইয়া ও মনিকা চাকমা।

ভুটানের লিগে খেলার বিষয়টি নিশ্চিত করে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘আগামী ৬ এপ্রিল আমরা ভুটানের উদ্দেশ্যে রওনা হব। ফেডারেশনের ক্লিয়ারেন্স, নিবন্ধনসহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।’

পারো এফসিতে চার মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের ৪ ফুটবলাররা। এসময় তারা বাংলাদেশি টাকায় প্রায় লাখ টাকা সম্মানি পাবেন তারা।

প্রসঙ্গত, এশিয়া কাপ বাছাইয়ের জন্য আগামী ৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু করবে বাফুফে।