আর্জেন্টিনার কাছে লজ্জার হারের পর গুঞ্জন উঠেছিল বরখাস্ত হবেন ব্রাজিলের কোচ দোরিভেল জুনিয়র। এবার সেই গুঞ্জনই সত্য হলো। আনুষ্ঠানিকভাবে এই কোচকে বিদায় বলে দিয়েছে ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ। এক বিবৃতিতে দোরিভেলের ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করে সিবিএফ।
এদিকে দোরিভেলকে বিদায় দেওয়ার পরপরই ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নেমে পড়েছে নেইমারদের পরবর্তী কোচ খোঁজার উদ্দেশ্যে। এরই মধ্যে বেশ কয়েকজন কোচের সঙ্গে তারা আলোচনা করেছে বলেও জানা গেছে।
এদিকে গুঞ্জন আছে ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে সবার আগে আছেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। এছাড়াও সৌদি আরবের ক্লাব আল-হিলালের কোচ জর্জ জেসুসও আছেন সেই তালিকায়।
ব্রাজিলের কোচ হওয়ার জন্য পছন্দের শীর্ষে থাকা এই দুই কোচের কার বেতন কত পারে! এমন একটি অঙ্ক জানিয়েছে ব্রাজিলের জনপ্রিয় সংবাদমধ্যম গ্লোব।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, কার্লো আনচেলত্তিকেই কোচ করার জন্য বেশি আগ্রহ ফেডারেশন প্রধান এডনালদো রদ্রিগেজের। আর কার্লোকে আনতে হলে সংস্থাটিকে গুণতে হবে বিপুল পরিমাণ অর্থ।
জানা যায়, সিবিএফ সভাপতির কাছে আনচেলত্তির বছরে পারিশ্রমিক বাবদ ৮ মিলিয়ন ইউরোর আবেদন রয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০৫ কোটি টাকা।
এদিকে ২০২৬ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি আছে কার্লো আনচেলত্তির। তাছাড়া আগামী ক্লাব বিশ্বকাপেও রিয়ালের ডাগ আউটে দেখা যাবে এই ইতালিয়ানকে।
তাই যদি শেষ পর্যন্ত কার্লোকে না পাওয়া যায় সেক্ষেত্রে জেসুসের পেছনে ছুটতে হবে সিবিএফকে। এক্ষেত্রে জেসুসের পেছনে সিবিএফকে গুনতে হবে আনচেলত্তির প্রায় অর্ধেক অর্থ। তাকে আনা হলে বছরে তার বেতন হতে পারে ৫ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৬৫ কোটি টাকা। তবে জেসুসের সৌদি ক্লাব ছেড়ে আসার বিষয়টি তার ওপরও নির্ভর করছে। এছাড়াও আগামী জুন পর্যন্ত আল-হিলালের সঙ্গে চুক্তি রয়েছে তার।
প্রসঙ্গত কনমেবল অঞ্চল থেকে এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে এখনও অনিশ্চিত ব্রাজিল। আর্জেন্টিনার সাথে হারার পর পয়েন্ট টেবিলের ৪ এ নেমে গেছে সেলেসাওরা। এতে শঙ্কা জেগেছে আগামী বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে।