বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

‘চেন্নাইয়ের সাহস নেই ধোনিকে কিছু বলার’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৪:৪৮ পিএম

‘চেন্নাইয়ের সাহস নেই ধোনিকে কিছু বলার’

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে নিজেদের ঘরের মাঠে ৫০ রানে হেরেছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচকে কেন্দ্র করে এবার সমালোচনার মুখে পড়েছেন দলটির অভিজ্ঞ খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি।

দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে ‘নয়’ নাম্বারে ব্যাটিং করতে নেমে সমালোচনার শিকার হয়েছেন ধোনি। যদিও শেষ দিকে ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন এই ব্যাটার। তবে ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল চেন্নাই।

চেন্নাই সুপার কিংসের হারের পর সেই দলের কোচেদের সমালোচনা করলেন মনোজ তিওয়ারি। তাঁর মতে চেন্নাই দলের ম্যানেজমেন্টের সাহস নেই মহেন্দ্র সিংহ ধোনিকে আগে ব্যাট করতে বলার।

র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে এদিন ধোনির আগে ব্যাট করতে নেমেছেন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অশ্বিন। এছাড়া ব্যাঙ্গালুরুর দেওয়া ১৯৭ রান তাড়া করতে নেমে শুরুতেই বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়েছিল চেন্নাই। তাই বলাই বাহুল্য এদিন ধোনি আরও উপরে ব্যাট করতে নামলে ফলাফল ভিন্ন হতে পারতো।

ধোনির ‘নয়’ নম্বরে ব্যাট করতে নামায় ধোনির এবং চেন্নাইয়ের কোচদের সমালোচনা করতে গিয়ে মনোজ বলেন, ‘আমি জানি না ধোনির মতো ব্যাটার, যে ১৬ বলে ৩০ রান করতে পারে, সে কেন আরও ওপরে ব্যাট করতে পারে না। চেন্নাই তো জেতার জন্যই খেলতে নামছে? চেন্নাইয়ের কোচেদের সাহস নেই ধোনিকে উপরের দিকে ব্যাট করতে বলার। ও যেটা ঠিক করবে, সেটাই হবে।’

এর আগে গত বছর পাঞ্জাবের বিরুদ্ধেও ‘নয়’ নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন ধোনি। সে বার হর্ষল পটেলের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফেরেন ৪৩ বছর বয়সী এই ব্যাটার।

আরবি/আরডি

Link copied!