মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

জোকোভিচের রেকর্ড গড়ার দিনে গ্যালারিতে উপস্থিত মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৫:৫৩ পিএম

জোকোভিচের রেকর্ড গড়ার দিনে গ্যালারিতে উপস্থিত মেসি

ছবি: সংগৃহীত

মায়ামি ওপেনের সেমিফাইনালে গ্রিগর দিমিত্রভকে ৬-২, ৬-৩ ব্যবধানে হারিয়েছেন নোভাক জোকোভিচ। এ জয়ের মধ্য দিয়ে অনন্য রেকর্ড গড়েছেন তিনি। টানা ২০ মৌসুম ট্যুর লেভেলের ফাইনাল খেলার কীর্তি গড়েছেন জোকোভিচ।

জোকোভিচের এই রেকর্ড গড়ার দিনে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। গ্যালারিতে বসে সেই ম্যাচ উপভোগ করেন মেসি। পরে দুই কিংবদন্তি একসঙ্গে ছবি তোলেন, যেখানে দেখা যায়, জোকোভিচ মেসির জন্য একটি জার্সিতে স্বাক্ষর করছেন।

 মেসিকে জার্সি উপহার দিচ্ছেন জোকোভিচ ।। ছবি: সংগৃহীত 

ম্যাচ শেষে জোকোভিচ ইনস্টাগ্রামে মেসির সঙ্গে তোলা ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, তিনি মেসির জন্য একটি জার্সিতে লিখেছেন ‘তোমার পরিবারের জন্য।’

মেসিও জোকোভিচকে ইন্টার মায়ামির একটি হোম জার্সি উপহার দেন। পোস্টে জোকোভিচ ক্যাপশন দেন, ‘একজন মহান মানুষ ও তার পরিবারের সঙ্গে দেখা করা ছিল সম্মানের। ধন্যবাদ, লিও।’

মায়ামি হার্ড রক স্টেডিয়ামে সন্তানদের নিয়ে উপস্থিত মেসি ।। ছবি: সংগৃহীত 

এ ম্যাচে দিমিত্রভকে হারিয়ে রেকর্ড ৬০তম মাস্টার্স ১০০০ ফাইনালে ওঠেন জোকোভিচ। এ ছাড়াও রজার ফেদেরারের টানা ২০ মৌসুম ট্যুর লেভেলের ফাইনাল খেলার রেকর্ডেও ভাগ বসান নোভাক।

আরবি/আরডি

Link copied!