মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

মায়ামিকে জেতালেন মেসি, নজর কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ০৯:২৪ এএম

মায়ামিকে জেতালেন মেসি, নজর কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

ইনজুরি কাটিয়ে ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। আজ রোববার (৩০ মার্চ) যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি। এদিন মাঠে নেমেই গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। এছাড়াও পুরো ম্যাচে নজর কেড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভান।

ঘরের মাঠে মেজর লিগ সকারে (এমএলএস) পঞ্চম রাউন্ডের ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নকে আতিথেয়তা দেয় হাভিয়ের মাশ্চেরানোর মায়ামি।

এদিন বল দখলে ইন্টার মায়ামি এগিয়ে থাকলেও শুরু থেকেই একের পর এক আক্রমণ করে ফিলাডেলফিয়া ইউনিয়ন। তবে প্রথম গোলের দেখা পায় মায়ামি। ম্যাচের ২৩ মিনিটের সময় মিয়ামিকে এগিয়ে দেন রবার্ট টেইলর। বাঁ প্রান্ত দিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে জর্দি আলবা জোরালো বল বাড়ান অপরপ্রান্তে থাকা বেঞ্জাকে, তার বাড়ানো বল এক স্পর্শে জালে জড়িয়েছেন টেইলর।

বিরতির পর দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে মাঠে নামেন মেসি। আর মাঠে নামার মিনিট দুয়েক পরই কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যান মেসি। মেসির করা এই গোলে অবদান ছিলো উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের।

এরপর ম্যাচের শেষদিকে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে একমাত্র গোলটি করেন ড্যানিয়েল গ্যাজডাগ।

বাংলাদেশি বংশোদ্ভুত কুইন সুলিভান ।। ছবি: সংগৃহীত 

এদিন মাঠে আলো কেড়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কুইন সুলিভান। দলের করা একমাত্র গোলের অ্যাসিস্ট করেন তিনি। এছাড়া পুরো ম্যাচজুড়েই মাঝমাঠে আধিপত্য দেখিয়েছেন এই তরুণ। বেশ কয়েকবার মেসি-সুয়ারেজদের চাপে ফেলেছেন তিনি।

এই জয়ে হাভিয়ের মাশ্চেরানোর দল এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল। ৫ ম্যাচে মায়ামির জয় ৪টি এবং বাকি ম্যাচ ড্র। দুইয়ে থাকা ফিলাডেলফিয়া এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট পেয়েছে।

আরবি/আরডি

Link copied!