ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরে টানা দ্বিতীয় হারের স্বাদ নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। শনিবার (২৯ মার্চ) গুজরাট টাইটান্সের কাছে ৩৬ রানে হেরেছে টুর্নামেন্টে ৫ বারের চ্যাম্পিয়নরা।
এদিন টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
টস হেরে ব্যাট করতে নেমে সাই সুদর্শন, শুভমান গিল ও জস বাটলারের ব্যাটে ভর করে ১৯৬ রানের পুঁজি পায় গুজরাট। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে মুম্বাই।
নির্দিষ্ট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই সিরাজের বলে সাজঘরে ফেরেন মুম্বাই ওপেনার রোহিত শর্মা। এরপর বেশিক্ষণ পিচে টেকেননি আরেক ওপেনার রায়ান রিকেলটনও। দলীয় পঞ্চম ওভারে প্রোটিয়া রিকেলটনকেও বোল্ড করেন সিরাজ।
রিকেলটনের বিদায়ের পর জুটি গড়েন তিলক ভর্মা ও সূর্যকুমার যাদব। দলীয় ৯৭ রানে প্রশিদ কৃষ্ণার বলে সাজঘরে ফেরেন তিলক। পরের ওভারে সাই কিশোরের বলে আউট হন রবিন মিঞ্জ। এরপর ব্যক্তিগত ২৮ রানে সূর্যকুমার যাদব ও ১১ রানে হার্দিক পান্ডিয়া আউট হলে ম্যাচ থেকে ছিটকে পড়ে মুম্বাই।
আপনার মতামত লিখুন :