সান্তিয়াগো বার্নাব্যুতে পিছিয়ে পড়েও ম্যাচ জেতা রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ মিনিটে গোল করে ম্যাচ জেতার রেকর্ড আছে কার্লো আনচেলত্তির শিষ্যদের। তেমনই এক গুরুত্বপূর্ণ ম্যাচে লেগানেসের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়েও কিলিয়ান এমবাপ্পের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।
শনিবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ঘরের মাঠে লেগানেসের বিপক্ষে মাঠে নামে এমবাপ্পেরা। এ ম্যাচ জিতলে লা-লিগার টেবিল টপার বার্সেলোনার সমান ৬৩ পয়েন্ট হবে রিয়ালের অন্যথায় পিছিয়ে পড়বে টাইটেল রেসে। এমন সমীকরণে মাঠে নামে রিয়াল মাদ্রিদ।
এদিন তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ লেগানেসের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩২ তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে।
তবে প্রথমার্ধের শেষদিকে চমক দেখায় লেগানেস। ম্যাচের ৩৪ ও ৪১তম মিনিটে দুই গোল করে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় লেগানেস।
বিরতি থেকে ফিরে ঘড়ে দাঁড়ায় রিয়াল। দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরু হওয়ার দুই মিনিটের মধ্যে ব্রাহিম ডিয়াজের দুর্দান্ত এক শট গোল বারে লেগে ফেরত আসলেও বল জালে জড়াতে ব্যর্থ হননি জুড ব্যালিংহাম।
সমতায় ফেরার পর একের পর এক আক্রমন করতে থাকে এমবাপ্পেরা। নির্ধারিত সময় শেষ হওয়ার ১৫ মিনিট আগে লেগানেসের দেয়ালের ফাঁক গলে জাল কাঁপান এমবাপ্পে। চমৎকার এক ফ্রি-কিকে দলকে এনে দেন ৩ পয়েন্ট।
এরপর আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
রিয়ালের সংগ্রহ ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। রোববার (৩০ মার্চ) জিরোনার বিপক্ষে বাকি থাকা ম্যাচ খেলে এককভাবে শীর্ষে থাকার সুযোগ হ্যান্সি ফ্লিকের দলের সামনে।