মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

৩৩ বছর পর এফএ কাপের সেমিতে নটিংহাম ফরেস্ট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ০১:০১ পিএম

৩৩ বছর পর এফএ কাপের সেমিতে নটিংহাম ফরেস্ট

ছবি: সংগৃহীত

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ব্রাইটনকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়েছে নটিংহাম ফরেস্ট। এ জয়ের মধ্য দিয়ে ১৯৯১ সালের পর প্রথম এফএ কাপের সেমিতে পৌঁছেছে দলটি।

শনিবার (২৯ মার্চ) ব্রাইটনের ঘরের মাঠে আতিথেয়তা নেয় নটিংহাম। নির্ধারিত সময়ে ফলাফল না আসায় শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় ম্যাচ। যেখানে নটিংহাম গোলরক্ষক সেলসের বীরত্বে ৪-৩ গোলের ব্যবধানে জেতে তারা।

এদিন শুরু থেকেই একের পর আক্রমণ চালিয়ে যায় দুই দলই। তবে গোলের দেখা কেউই পায়নি। ফলে গোলশূণ্য ভাবেই প্রথমার্ধ শেষ হয়।

এরপর দ্বিতীয়ার্ধেও শুরু থেকে ব্রাইটনকে চাপে ফেলতে শুরু করে নটিংহাম ফরোয়ার্ডরা। যার ধারাবাহিকতায় ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টিও আদায় করে নেয় দলটি। তবে ম্যাচ রেফারি ভিএআর নিরীক্ষার পর তা বাতিল করে দেয়।

এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আরও একটি সুযোগ পায় ফরেস্ট। ডি-বক্সের বাইরে দারুন পজিশন থেকে একটি ফ্রি কিক পায় তারা। তবে এবারও হতাশ হতে হয় তাদের।

৯০ মিনিটে পর্যন্ত ফলাফল গোলশূণ্য ড্র থাকায় এরপর ম্যাচ গড়াই অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কার্যত কোন দলই সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি।

তবে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে শেষ দিকে হয়তো ম্যাচ শেষ হয়ে যেত। ম্যাচের ১১৮ তম মিনিটে ডান প্রান্ত থেকে মিডফিল্ডার বালেবার বাড়ানোর বল জালে জড়ান এসটুপিনান। তবে শেষ পর্যন্ত দেখা যায় অফসাইড ছিলেন এ মিডফিল্ডার। ফলে ম্যাচ গড়াই টাই ব্রেকারে।

টাই ব্রেকারে এদিন দুর্দান্ত ছিলেন নটিংহামের গোলরক্ষক সেলস। ব্রাইটনের করা ৫টি শটের মধ্যে দু’টিই ফিরিয়ে দেন তিনি। আর ৫ শটের চারটিতে বল জালে জড়ায় নটিংহাম। ফলত ৪-৩ গোলের জয় নিয়ে ৩৩ বছর পর এফএ কাপের ফাইনালে পৌঁছে উত্তর লন্ডনের দলটি।

আরবি/আরডি

Link copied!