ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

আইপিএলের সূচিতে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ০১:৫২ পিএম
ছবি: সংগৃহীত

দুই দিন পিছিয়ে ৬ এপ্রিলের পরিবর্তে ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে আইপিএলের কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ। শুক্রবার (২৮ মার্চ) ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। 

আগামী ৬ এপ্রিল পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক উৎসাহের সাথে পালিত হবে রামনবমী। এই সময়ে শহরে বিভিন্ন মিছিল, পূজা-অর্চনা এবং জনসমাগম হয়, যার জন্য পুলিশ প্রশাসনকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হয়। ৬ এপ্রিল ম্যাচের দিনটি রামনবমীর সঙ্গে মিলে যাওয়ায়, কলকাতা পুলিশের পক্ষ থেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে (সিএবি) জানানো হয় যে এই দিনে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা সম্ভব হবে না। ফলে, ম্যাচটি দুই দিন পিছিয়ে ৮ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

বিসিসিআই এক বিবৃতিতে জানায়, ‘কলকাতা পুলিশ ওই রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে (সিএবি) ৬ এপ্রিল উৎসবের কারণে সেখানকার ম্যাচ সরিয়ে নেয়ার অনুরোধ জানিয়েছিল। সে অনুসারে কর্তৃপক্ষ কলকাতা-লখনৌ ম্যাচ ৮ এপ্রিল বিকেল ৪টায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এর বাইরে বাকি সূচি অপরিবর্তিত–ই থাকছে।’

প্রসঙ্গত, ৬ এপ্রিল বিকেল ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতা-লাখনৌ ম্যাচ। আর দিনের অন্য ম্যাচে রাত ৮টায় সানরাইজার্স হায়দ্রাদের মুখোমুখি হবে গুজরাজ টাইটান্স।