ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

নিজের প্রথম ম্যাচে জরিমানা গুনলেন হার্দিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ০২:২০ পিএম
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়েছিলেন দলটির অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শাস্তি স্বরূপ চলতি আসরে চেন্নাইয়ের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে দেখা যায়নি তাকে।

এবার দলের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে একই কান্ড করে শাস্তির মুখে পড়েছেন হার্দিক। তবে এবার আর তাকে নিষিদ্ধ করা হচ্ছে না। নতুন নিয়ম অনুযায়ী ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে তাকে।

গতকাল শনিবার (২৯ মার্চ) হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এ ম্যাচে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা গুনেছেন মুম্বাইয়ের অলরাউন্ডার।

এ বিষয়ে আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.২ অনুচ্ছেদের অধীনে তার (হার্দিক) দলের প্রথম ঘটনা (স্লো ওভার রেট) তাই সর্বনিম্ন শাস্তি হিসেবে পান্ডিয়াকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।’

হার্দিকের এমন শাস্তির দিনে অবশ্য জিততে পারেনি মুম্বাই। গুজরাট টাইটান্সের কাছে ৩৬ রানে হেরেছে হার্দিক পান্ডিয়ার মুম্বাই। এদিন ব্যাট হাতে ১১ বলে ১৭ রান এবং বল হাতে ১ উইকেট নেন হার্দিক।