সম্প্রতি বেশ কয়েক দফায় চোটে পড়ে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ম্যাচ মিস করেছে লিওনেল মেসি। বিশেষ করে ইনজুরির কারনে গত সপ্তাহে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার দলে ছিলেন না তিনি।
রোববার (৩০ মার্চ) বাংলাদেশ সময় সকালে ফিলাডেলফিয়া ইউনিয়নের সাথে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ইন্টার মায়ামির হয়ে জয়সূচক গোলটি করেন তিনি। তবে এদিন শুরুর একাদশে ছিলেন না মেসি। তাই প্রশ্ন জেগেছে সম্পূর্ণ ফিট আছেনতো লিও!
এমন প্রশ্নের জবাব দিয়েছেন মায়ামির কোচ হ্যাভিয়ের মাসচেরানো। সাম্প্রতিক সময়ে বেশ কয়েক দফায় চোটাক্রান্ত হওয়া তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাসচেরানো জানান, ‘আমাদের চাওয়া ছিল লিওকে কিছু সময় খেলানো। পরিকল্পনা ছিল, ৩০-৩৫ মিনিটের জন্য ওকে মাঠে নামানো। যোগ করা সময়সহ আরেকটু বাড়তি সময় তাকে খেলতে হয়েছে। তবে সে ভালো অনুভব করছে।’
শুরুর একাদশে মেসিকে রেখে ঝুকি নিতে চাননি মাসচেরানো। এনিয়ে তিনি বলেন, ‘শুরুর একাদশে রেখে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। কারণ, এটা করলে ঝুঁকির সুযোগ ছিল। সৌভাগ্যক্রমে সে ভালোভাবে শেষ করেছে। আমরা তাতে দারুণ খুশি।’
আগামী বুধবার কনক্যাকাফ চ্যাম্পিয়ন শিপ সিরিজের কোয়ার্টার ফাইনালে লস অ্যাঞ্জেলসের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। সে ম্যাচের স্কোয়াডেও রাখা হবে মেসিকে। তবে এদিনও তাকে শুরুর একাদশে রাখা হবে কিনা সেবিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি কোচ।