লা লিগায় চলতি মৌসুমে রীতিমতো উড়ছে বার্সোলোনা। আগেই রিয়াল মাদ্রিদের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল বার্সেলোনা। আর এবার জিরোনাকে ৪-১ গোলে হারিয়ে রিয়ালের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষস্থান পোক্ত করেছে বার্সেলোনা।
রোববার (৩০ মার্চ) ঘরের মাঠে জিরোনার বিপক্ষে খেলতে নামে বার্সেলোনা। এদিন ররার্ট লেভানডস্কির জোড়া গোলে ৪-১ ব্যবধানে জেতে তারা।
এদিন শুরু থেকেই বল দখল কিংবা আক্রমণ সব জায়গায় একক আধিপত্য ছিল বার্সার। তবে প্রথম গোল করতে বেস বেগ পেতে হয় তাদের। ম্যাচের ২২ তম মিনিটে দারুণ এক সুযোগ পায় ডিফেন্ডার রোনাল্ড আরাহো। তবে সে যাত্রায় জিরোনাকে রক্ষা করে দলের গোলরক্ষক।
এরপর ৩৯ মিনিটে আরেক ডিফেন্ডার কুন্দে এক গোল আদায় করে নেই। তবে শেষ পর্যন্ত গোলটি অফসাইডে বাতিল করা হয়। তবে শেষ পর্যন্ত লামিন ইয়ামালের নৈপুণ্যে ৪৩তম মিনিটে সাফল্যের দেখা পায় বার্সা। ডি-বক্সের বাইরে থেকে নেয়া তার ফ্রি-কিক ক্রস প্রতিপক্ষের লাদিসলাভ কেরেজসির গায়ে লেগে জালে জড়ায়।
এরপর বিরতি থেকে ফিরেই হোঁচট খায় কাতালানরা। ৫৩তম মিনিটে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে কোনাকুনি শটে বল জালে পাঠান আর্নট ডানজুমা।
যদিও জিরোনা সে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৮ মিনিট পরই কাতালানদের লিড এনে দেন রবার্ট লেভানডস্কি। ৭৭তম মিনিটে আবারও ব্যবধান বাড়ান এ পোলিশ তারকা।
এরপর ম্যাচের শেষ দিকে ফেরান তোরেস গোল করলে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
২৯ ম্যাচে ২১ জয় ও ৩ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট বেড়ে হলো ৬৬। সমান ম্যাচে দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৬৩। তিনে থাকা অ্যাতলোটিকো মাদ্রিদের পয়েন্ট ৫৭। ৩৪ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে জিরোনা।