এবারের মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের টানা চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। চ্যাম্পিয়নস লিগ থেকে দলটি ছিটকে গিয়েছিল অনেক আগেই। এছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগেও (ইপিএল) টাইটেল রেসে নেই দলটি।
এজন্যই হয়তো ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেছেন, এবারের মৌসুমে দলের কেউই বোনাস পাওয়ার যোগ্য না।
পেপের এমন মন্তব্যের ঠিক দু’দিন পরই এফ এ কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথের সঙ্গে ২-১ গোলের জয় পেয়েছে সিটিজেনরা। আর এ জয়ের পরই টানা সপ্তম বারের মতো এফ এ কাপের সেমিতে উঠেছে দলটি।
রোববার (৩০ মার্চ) বোর্নমাউথের মাঠে আতিথেয়তা নেয় ম্যান সিটি। এদিন বোর্নমাউথকে ২-১ গোলে হারায় সফরকারীরা।
ম্যাচের শুরুতেই অবশ্য পিছিয়ে গিয়েছিল সিটিজেনরা। ম্যাচের ২১তম ম্যানচেস্টার সিটির জালে বল জড়ান ইভানিলসন।
তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় সিটি। ৪৯তম মিনিটে সিটিকে সমতায় ফেরান এরলিং হল্যান্ড। আর ৬৬তম মিনিটে সিটিকে লিড এনে দেন হল্যান্ডের বদলিতে মাঠে নামা ওমর মারমুশ।
আগামী ২৬ এপ্রিল এফ এ কাপের সেমিফাইনালে ওয়েম্বলিতে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। উল্লেখ্য, ১৯৯১ সালের পর প্রথমবারের মতো এফএ কাপের সেমিতে পৌঁছেছে নটিংহ্যাম।
তবে স্বতির দিনেও দুঃসংবাদ পেয়েছে সিটি। বাঁ পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছেড়েছেন দলের সেরা স্ট্রাইকার হলান্ড। সিটি কোচ গার্দিওলা বাধ্য হয়েই বদলি নামিয়ে তাকে তুলে নেন।
আপনার মতামত লিখুন :