বুধবার, ০২ এপ্রিল, ২০২৫
আইপিএল ২০২৫

এবার জরিমানার শিকার হলেন রিয়ান পরাগ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ০১:৪১ পিএম

এবার জরিমানার শিকার হলেন রিয়ান পরাগ

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে স্লো ওভার রেটের কারণে গুনতে হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। আর এবার একই কারণে রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

গতকাল রোববার (৩০ মার্চ) গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে এ ঘটনা ঘটে। যদিও এদিন চেন্নাইকে ৬ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে রিয়ান পরাগের দল। 

এর আগে স্লো ওভার রেটের শাস্তি স্বরূপ অধিনায়কদের এক ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হতো। তবে এবছর আইপিএল শুরুর আগে বেশ কয়েকটি নতুন নিয়ম আনে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে স্লো ওভার রেটের কারণে অধিনায়কের নিষেধাজ্ঞার নিয়ম বাতিল করেছে। 

রোববারের চেন্নাইয়ের বিপক্ষে আগে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান তুলেছিল রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে শেষদিকের নাটকীয়তায় ১৭৬ রান তোলে চেন্নাই। 

এ ম্যাচে রাজস্থান তিনজন পেসার নিয়ে খেলেছিল, যারা সম্মিলিতভাবে দ্বিতীয় ইনিংসে ১১ ওভার বোলিং করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হন। ফলে পরাগকে স্লো ওভার রেট আইনে জরিমানা করা হয়। 

ম্যাচ শেষে রিয়ান পরাগ বলেন, ‍‍`জিততে বেশ সময় লেগে গেল! মাত্র দুটি ম্যাচ হারলেও সময়টা দীর্ঘ মনে হচ্ছিল। তবে জিতে স্বস্তি পেলাম। আমরা অন্তত ২০ রান কম করেছি। মাঝের ওভারগুলোতে ভালো করছিলাম, কিন্তু হুট করেই কয়েকটি উইকেট হারিয়ে ফেলি। আমি ভেবেছিলাম ১৬তম ওভারের পর আরও গতি আনতে পারব, কিন্তু মনে হলো ২০ রান কম হয়েছে। তবে আমরা দারুণ বোলিং করেছি।‍‍`
 

আরবি/আরডি

Link copied!