ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

ঈদের শুভেচ্ছা জানালেন লিটন দাশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ০৪:০৫ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আজ উৎসবের আমেজ বিরাজ করছে। দেশের ধর্মপ্রাণ মুসলমানরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালন করছেন। যার হাওয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের সাথে ঈদ উদযাপনের ছবি শেয়ার করছেন নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরা। এবার এ তালিকায় বাংলাদেশ তারকা লিটন দাসের নামও যোগ হলো।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পোস্টে তিনি লেখেন, ‘ঈদ উদযাপনকারী সকলকে আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক। আশা করি এই উপলক্ষ আমাদের সকলকে অন্যদের প্রতি আরও নম্র এবং সহায়ক হতে সাহায্য করবে। একসাথে আমরা একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে পারি।’

এর আগে তামিম ইকবালও শুভেচ্ছা জানিয়েছেন ঈদের। তিনি লিখেছেন, ‘আল্লাহ এবারের ঈদে আপনাকে স্বাস্থ্য, আনন্দ ও উন্নতি দান করুন। ঈদ মোবারক।’

এছাড়াও জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঈদ পালন করছেন বন্ধুদের সাথে। এক ফেসবুক পোস্টে প্রিয় বন্ধুদের সঙ্গে আনন্দ আড্ডার ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

এছাড়াও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও ক্রিকেটার মমিনুল হক ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।