বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

‘রিয়াল মাদ্রিদের কিংবদন্তি হবেন এমবাপ্পে’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ১০:১৭ এএম

‘রিয়াল মাদ্রিদের কিংবদন্তি হবেন এমবাপ্পে’

ছবি: সংগৃহীত

ফ্রেঞ্চ ক্লাব পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে আসার পর শুরু দিকে মানিয়ে নিতে কিছুটা ভুগেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে দিন যাওয়ার সাথে সাথে দলের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম হয়েছেন এমবাপ্পে। বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন তিনি।

ইউরোপের সফলতম দলটিতে অভিষেক মৌসুমে সবচেয়ে বেশি গোলের তালিকায় এই ফরাসি ফরোয়ার্ড স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে।

রিয়াল মাদ্রিদের হয়ে সম্ভাব্য প্রায় সব ট্রফি জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া গড়েছেন অসংখ্য রেকর্ড। রিয়াল মাদ্রিদের হয়ে পর্তুগিজ তারকা যা অর্জন করেছেন এমবাপ্পেরও তা অর্জনের সম্ভাবনা আছে বলে মনে করেন দলটির কোচ কার্লো আনচেলত্তি।

গত শনিবার (২৯ মার্চ) সান্তিয়াগো বার্নাব্যুতে লেগানেসের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে রিয়াল। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন এমবাপ্পে।

রিয়াল মাদ্রিদের অভিষেক মৌসুমে ৩৩টি গোল করেছিলেন রোনালদো। এবার তার এই রেকর্ড ছুঁয়ে ফেললেন এমবাপ্পে। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে সমান সংখ্যক গোল করেছেন তিনি।  

এছাড়া এই মৌসুমে আর ৫ গোল করলে ইভান জামোরানোর করা অভিষেক মৌসুমে ৩৭ গোলের রেকর্ডটি ভেঙে ফেলবেন এমবাপ্পে। তাই ভক্ত-সমর্থকদের আগ্রহ, এমবাপ্পে কি রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা হবেন কিনা?

এমন প্রশ্নের ভাবনা তুলে ধরেছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। সোমবার (৩১ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিভিন্ন (সময়ের) খেলোয়াড়দের তুলনা করা কঠিন। আমি আশা করতে পারি যে, রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদো যা অর্জন করেছে, এমবাপেও তা অর্জন করতে পারবে। তার সম্ভাবনা আছে। এর অর্থ হলো ক্রিস্তিয়ানোর মতো কিংবদন্তি হবে সে।’

উল্লেখ্য, রিয়াল মাদ্রিদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া রিয়োলের হয়ে তিনি চারটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগাসহ জেতেন মোট ১৬টি শিরোপা।

মঙ্গলবার (১ এপ্রিল) কোপা দেল-রের সেমিফাইনালের ফিরতি লেগে রিয়াল সোসিয়াদের মুখোমুখি হবে এমবাপ্পেরা। প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল তারা।

আরবি/আরডি

Link copied!