দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সবশেষ ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এরপর ঘরের মাঠে অজিদের বিপক্ষে একাধিক সিরিজ খেললেও সিরিজ খেলতে অস্ট্রেলিয়াতে যাওয়া হয়নি টাইগারদের।
টাইগারদের এই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের এই সফর হওয়ার কথা ছিল আগামী ২০২৭ সালের মার্চে। তবে ঐ সময় টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তিতে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ এক টেস্ট ম্যাচ খেলবে অজিরা। তাই বাংলাদেশ সিরিজ এগিয়ে ২০২৬ সালে করার পরিকল্পনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
তবে সেই সফরে কোন কোন ফরম্যাটের ম্যাচ খেলবে দুই দল তা এখনো চূড়ান্ত হয়নি। ২০০৮ সালে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরে তিনটি ওয়ানডে খেলেছিল। যেখানে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এবার ১৭ বছর পর আবারও অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। এই সিরিজে বাংলাদেশ প্রত্যাশা পূরণ করতে পারে কি না তা সময়ই বলে দিবে।
আপনার মতামত লিখুন :