ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ৩ নতুন মুখ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ১১:২১ এএম
ছবি: সংগৃহীত

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ২০২৫-২৬ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। ২৩ সদস্যের এই তালিকায় অভিজ্ঞদের পাশাপাশি দেখা গেছে বেশ কয়েকটি নতুন মুখ।

এক বিবৃতির মাধ্যমে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির এ তালিকা প্রকাশ করে সিএ। যেখানে প্রথমবারের মতো স্থান পেয়েছেন স্যাম কনস্টাস, ম্যাথু কুহনেম্যান ও বিউ ওয়েবস্টার।

গত বছর ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে দল থেকে নাথান ম্যাকসুইনি বাদ পড়লে অবিষেক হয় স্যাম কনস্টাসের। সে সিরিজে দুর্দান্ত খেলেছিলেন অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ট এই ওপেনার। জাসপ্রিত বুমরাহর মতো বোলারকে ওভারে ১৮ রান হজম করান।

ওই একই সিরিজে অভিষেক হয়েছিল বো ওয়েবস্টারের। সিডনি টেস্টে ৫৭ ও ৩৯* রানের দুটি ইনিংস খেলেছিলেন, সাথে নিয়েছিলেন শুভমান গিলের উইকেট।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা আরেক ক্রিকেটার ম্যাথুও কুনেমান শ্রীলঙ্কা সিরিজে ১৬ উইকেট নিয়ে হন সিরিজ সেরা। সব মিলিয়ে ৫ টেস্টে তার উইকেটসংখ্যা ৩৫।

এদিকে আগের মৌসুমে থাকলেও এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন অ্যারন হার্ডি, অল রাউন্ডার শন অ্যাবট ও স্পিনার টড মারফি। সাদা বলের দুই তারকা ক্রিকেটার টিম ডেভিড এবং মার্কাস স্টয়নিসকে চুক্তির জন্য বিবেচনা করা হয়নি।

তবে প্রত্যাশিতভাবেই জায়গা ধরে রেখেছেন স্টিভ স্মিথ, উসমান খাজা, নাথান লায়নদের মতো সিনিয়ররা।

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে যারা

প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, নাথান লায়ন, আলেক্স ক্যারি, স্যাম কনস্টাস, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, নাথান এলিস, ঝাই রিচার্ডসন, স্কট বোল্যান্ড, ল্যান্স মরিস, ম্যাথুও কুনেমান, অ্যাডাম জাম্পা, ট্রাভিস হেড, ম্যাট শর্ট, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস লাবুশেন, উসমান খাজা, মিচেল মার্শ, বো ওয়েবস্টার, ক্যামেরন গ্রিন ও জাভিয়ে বার্টলেট।