ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

নিষেধাজ্ঞা দেওয়া হলো মেসির দেহরক্ষীকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ০৩:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচ চলাকালীন লিওনেল মেসির ব্যক্তিগত দেহরক্ষীকে মাঠে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে এমএলএস কর্তৃপক্ষ। মেসি ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ৩৫ বছর বয়সী ইয়াসিন চুকোকে বডিগার্ড হিসেবে নিয়োগ দেন।

ম্যাচ চলাকালে প্রায় দেখা মেসির স্পর্শ পেতে দর্শকরা মাঠে ঢুকে পড়েন। আর তাদের ধরতে পিছু নেন মেসির দেহরক্ষী ইয়াসিন চুকো। এবার এমএলএস কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ম্যাচ চলার সময় মাঠে প্রবশে করতে পারবেন না ইয়াসিন। তবে মাঠের বাইরে থেকে তিনি তার দায়িত্ব পালন করতে পারবেন।

এক ভিডিও বার্তায় মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা ইয়াসিন জানিয়েছেন, ‘আমাকে আর মাঠে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না।’

ইয়াসিন এমএলএসে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উল্লেখ করে বলেন ‘আমি ইউরোপে সাত বছর লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগে কাজ করেছি, সেখানে মাত্র ছয়জন মাঠে প্রবেশ করেছিল। আমি যখন যুক্তরাষ্ট্রে আসি, গত ২০ মাসে এখানে ১৬ জন মাঠে ঢুকে পড়েছে।’

যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর সাবেক নেভি সিল ইয়াসিন আরও বলেন, ‘এখানে একটি বিশাল সমস্যা রয়েছে, আমি কোনো সমস্যা নই। আমাকে লিওকে সাহায্য করতে দিন... আমি এমএলএস এবং কনকাকাফকে ভালোবাসি, তবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমি কাউকে ছোট করছি না, তবে ইউরোপ থেকে পাওয়া আমার অভিজ্ঞতা রয়েছে।’