ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

টি-২০তে নতুন রেকর্ড গড়লেন সূর্যকুমার যাদব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ০৪:০৫ পিএম
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এদিন মুম্বাইয়ের জয়ে ৯ বলে ২৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন দলটির সহ-অধিনায়ক। আর এতেই টি-টোয়েন্টি সংস্করণে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই ব্যাটার।

টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রান করার দিক থেকে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হলেন সুর্যকুমার। এই মাইলফলক স্পর্শ করতে তিনি খেলেছেন ৫ হাজার ২৫৬টি।

বল খেলার দিক দিয়ে এই মাইলফলক ছুঁয়া দ্রুততম ব্যাটার আন্দ্রে রাসেল। টি-টোয়েন্টিতে ৮ হাজার রান করতে এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের লেগেছিল ৪ হাজার ৭৪৯ বল। ইনিংসের হিসেবে অবশ্য সুর্যকুমার বা রাসেল অনেক পেছনে।

২৮৮ ইনিংস খেলে ৮ হাজার হলো সুর্যকুমারের। স্রেফ ২১৩ ইনিংসেই ৮ হাজার রান করেন ক্রিস গেইল। এ ছাড়া ২১৮ ইনিংস লেগেছে বাবর আজমের। ২৪৩ ইনিংসে ৮ হাজার ছুঁয়ে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম বিরাট কোহলি।

২৪৪ ইনিংস মোহাম্মাদ রিজওয়ানের ও ২৫৪ ইনিংস অ্যারন ফিঞ্চের।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ২৭১ ইনিংসে ৮ হাজার ছুঁয়ে রেকর্ডের আটে আছেন তামিম ইকবাল।