সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর বিরাট কোহলি সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নেন। তবে সম্প্রতি অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ওয়ানডে ক্রিকেট থেকেও তার অবসরের গুঞ্জন শোনা যায়।
আইপিএলের মাঝেই একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কোহলি। সেখানে তাকে প্রশ্ন করা হয়, পরবর্তী বড় পদক্ষেপ কী হতে চলেছে?
জবাবে কোহলি বলেন, ‘পরের এক দিনের বিশ্বকাপ জেতার চেষ্টা করব। সেটাই আমার পরবর্তী বড় পদক্ষেপ।’ কোহলির কথায় উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে ওঠেন।
২০১১ সালের পর আর ওয়ানডে বিশ্বকাপ জেতেনি ভারত। মাঝে ২০১৫ ও ২০১৯ সালে সেমিফাইনালে গিয়ে হারতে হয়েছে। ২০২৩ সালে ভারতের মাটিতে বিশ্বকাপ জেতার বড় সুযোগ ছিল ভারতের। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে ওঠে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল কোহলিদের। হারের ধাক্কায় মাঠেই কেঁদে ফেলেছিলেন কোহলি। পরের দু’বছরে দু’টি আইসিসি ট্রফি হয়তো সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে।
২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে যে দল বিশ্বকাপ জিতেছিল সেই দলের একমাত্র কোহলিই এখনও একদিনের ক্রিকেট খেলছেন। প্রথম ভারতীয় হিসাবে দু’টি একদিনের বিশ্বকাপ জেতার লক্ষ্য তাঁর। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে একদিনের বিশ্বকাপ।
দু’বছর পর সেই বিশ্বকাপের সময় কোহলির বয়স হবে ৩৮ বছর। তবে তার যা ফিটনেস তাতে খেলতে বিশেষ সমস্যা হওয়ার কথা না। সেই লক্ষ্যেই এখন থেকে নিজেকে তৈরি করছেন কোহলি।
আপনার মতামত লিখুন :