ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

৪২ ফেডারেশনের সভাপতিকে ক্রীড়া মন্ত্রণালয়ের অব্যাহতি

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৭:৩১ পিএম

৪২ ফেডারেশনের সভাপতিকে ক্রীড়া মন্ত্রণালয়ের অব্যাহতি

ছবি: সংগৃহীত

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো সংস্কার চলছে ক্রীড়াঙ্গনেও। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে ক্রীড়াঙ্গনের তিন ফেডারেশনের প্রধানকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে এবার বড় এক পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়টি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপন জারি করে ৪২ টি ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রিকেট ও ফুটবল বাদে বাকি সব ক্রীড়া ফেডারেশনের সভাপতি মনোনিত হয় সরকার থেকে। সেই ক্ষমতা বলে এবার সরকারও পরিবর্তন আনল ফেডারেশনগুলোতে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার দেশের বিদ্যমান ফেডারেশন/অ্যাসোসিয়েশন/বোর্ড/সংস্থার কার্যক্রম অধিকতর সক্রিয় ও সংস্কারের উদ্দেশ্যে নিম্ন বর্ণিত ফেডারেশন/এসোসিয়েশন/বোর্ড/সংস্থার বিদ্যমান সভাপতিগণকে এতদ্বারা অব্যাহতি প্রদান করিলো।’

জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারায় রয়েছে- কতিপয় সংস্থার সভাপতি নিয়োগে সরকারের ক্ষমতা, ‘আপাতত বলবৎ অন্য কোনও আইন, চুক্তি বা আইনি দলিলে যাহা কিছু থাকুক না কেন তফসিলে বর্ণিত সংস্থার প্রধান হিসেবে একজন সভাপতি থাকবেন। যিনি সরকার কর্তৃক মনোনীত/ক্ষেত্র মতো, বিধি মোতাবেক নির্বাচিত হইবেন।’

আরবি/এফআই

Link copied!