বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

চরম নাটকীয়তায় ফাইনালে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৯:৫৮ এএম

চরম নাটকীয়তায় ফাইনালে রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

প্রথমার্ধ ছিল ১-১ গোলের সমতা। দ্বিতীয়ার্ধে গোল বন্যায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এরপরেই বদলে যায় ম্যাচের চিত্র। অতিরিক্ত সময়ের শেষদিকে এন্তোনিও রুডিগারের করা এক হেডারেই ফাইনালের টিকিট কাটে রিয়াল মাদ্রিদ।

মঙ্গরবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় রাতে প্রথম লেগের এক গোলের লিড নিয়ে রিয়াল সোসিয়াদের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। এদিন পুরো ৯০ মিনিটে খেলার ফল না আসায় ম্যাচ গড়াই অতিরিক্ত সময়ে। যেখানে অতিরিক্ত সময়ে ডিফেন্ডার রুডিগারের হেডে করা গোলে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধান নিয়ে কোপা দেল রে’র ফাইনালে পৌঁছেছে রিয়াল।

এদিন ম্যাচের ১৬ তম মিনিটে সোসিয়াদকে এগিয়ে নেন আন্দের বারেনেচেয়ার। তবে সেই লিড বেশিক্ষণ টেকেনি। ৩০তম মিনিটে ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এনরিকের গোলে সমতায় ফেরে রিয়াল।

ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল সম্পূর্ণ নাটকীয়তায় ভরা। ম্যাচের ৭২ তম মিনিটে নিজেদের জালেই বল জড়ান রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ডেভিড আলাবা। এরপর শুরু হয় গোলের বন্যা।  

এরপর ৮০ মিনিটে মিকেল ওয়ারজাবাল লো শটে গোল করলে অ্যাগ্রিগেটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় সোসিয়েদাদ। এর ঠিক দুই মিনিট পরই দুর্দান্ত এক ভলিতে রিয়ালকে সমতায় ফেরান জুড বেলিংহাম।

৮৬তম মিনিটে অরেলিয়েন চুয়ামেনি হেডে বল জালে পাঠান। এতে দুই লেগ মিলিয়ে ১ গোলের লিডে যায় রিয়াল। কিন্তু নাটক তখনো শেষ হয়নি।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আবারও সোসিয়েদাদকে এগিয়ে দেন ওয়ারজাবাল। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

এরপর অতিরিক্ত সময়ে রিয়ালকে এগিয়ে দেন রুডিগার। ১১৫তম মিনিটে তার করা এক হেডে স্বপ্ন ভঙ্গ হয় সোসিয়াদের। অ্যাগ্রিগেটে ৫-৪ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট কাটে মাদ্রিদ।  

আজ বুধবার (২ এপ্রিল) বাংলাদেশ রাত ১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে বার্সেলোনা এবং আতলেটিকো মাদ্রিদ। এই ম্যাচের জয়ী দল ফাইনালে রিয়ালের সঙ্গী হবে। এর আগে প্রথম লেগে ৪-৪ গোলে ড্র হয়েছিল।

আরবি/আরডি

Link copied!