বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

ইউনাইটেডের হারের রাতে আর্সেনালের উচ্ছ্বাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ১০:৩৫ এএম

ইউনাইটেডের হারের রাতে আর্সেনালের উচ্ছ্বাস

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আলাদা ম্যাচে মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেনাল। যেখানে নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্য ম্যাচে ফুলহামকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। 

ঘরের মাঠে আর্সেনালের দাপুটে জয়

ঘরের মাঠে এদিন ফুলহ্যামের সাথে দাপুটে ফুটবল খেলেছে আর্সেনাল। এদিন শুরু থেকেই মাঝমাঠ দখলে নিয়ে খেলতে থাকে গানার্সরা। তবে গোল পেতে একটু দেরি হয় তাদের। ম্যাচের ৩৭তম মিনিটে প্রথম গোল পায় দলটি। এনওয়ারির পাস থেকে গোল করেন মারিনো।

এদিন দীর্ঘ বিরতির পর চোট থেকে ফিরে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন বুকায়ো সাকা। আর মাঠে নেমেই গোলের দেখা পান এই ইংলিশ উইঙ্গার। ৭৩তম মিনিটে মার্টিনেলির ক্রস থেকে হেড করে গোল করেন ২৩ বছর বয়সি এই উইঙ্গার। শেষদিকে গোল পায় ফুলহ্যামও। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মুনোজের গোলটি শুধুই ব্যবধান কমায়। 

৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল।

ফাঁড়া কাটছে না ম্যানচেস্টার ইউনাইটেডের 

এদিকে রাতের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল নটিংহ্যাম ফরেস্ট ও ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমে বাজে ফর্ম থেকে ঘুরে দাঁড়াতে পারছে না ম্যানইউ। আবারও হারের মুখ দেখতে হয়েছে তাদের। মঙ্গলবার নটিংহ্যামের কাছে ১-০ গোলে হেরেছে তারা।

গোল উদযাপন করছে নটিংহ্যাম ফরেস্টের খেলোয়াড়রা

ম্যাচের ৫ম মিনিটে এলেঙ্গার গোলই ব্যবধান গড়ে দেয়। ১৯৯১-৯২ মৌসুমের পর প্রথমবার প্রিমিয়ার লিগে ইউনাইটেডের বিপক্ষে এক আসরে দুবারের দেখাতেই জিতল নটিংহ্যাম। গত ডিসেম্বরে প্রথম লেগে ওল্ড ট্র্যাফোর্ডে ৩-২ গোলে জিতেছিল তারা।

৩০ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে নটিংহ্যাম। ৩৭ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড।

 

আরবি/আরডি

Link copied!