ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

দ্বিতীয় ওয়ানডেতেও ব্যর্থ বাবর-রিজওয়ানরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ১২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শেষদিকে ২২ রান করতে ৭ উইকেট হারিয়েছিল পাকিস্তান। আর এবার দ্বিতীয় ম্যাচেও একইভাবে ১৯ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতার এমন দিনে নিউজিল্যান্ডের কাছে ৮৪ রানে হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল।

বুধবার (২ এপ্রিল) হ্যামিল্টনের সেডন পার্কে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামা পাকিস্তান এদিন বিন্দুমাত্রও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি পাকিস্তান।

এদিন নিউজিল্যান্ডের দেওয়া ২৯৩ রান তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে। ১১.৪ ওভারে ৫ উইকেটে ৩২ রানে পরিণত হয় পাকিস্তান। বাবর আজম, আব্দুল্লাহ শফিক, ইমাম উল হকরা নিউজিল্যান্ডের ফিল্ডারের রীতিমতো ক্যাচিং অনুশীলন করিয়েছেন।

এরপর ষষ্ঠ উইকেটে তৈয়ব তাহিরের সঙ্গে ৫৫ বলে ৩৩ রানের জুটি গড়েন ফাহিম। ২১তম ওভারের চতুর্থ বলে তাহিরকে ফিরিয়ে জুটি ভাঙেন স্মিথ।

তাহিরের বিদায়ের ঠিক পরের ওভারেই আউট হয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। ফলে ৭২ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এরপর চোটে পেয়ে মাঠ ছাড়েন হারিস রউফ। ২৯তম ওভারের দ্বিতীয় বলে জ্যাকব ডাফিকে পুল করতে যান আকিফ জাভেদ। ফলে ১১৪ রানেই ৮ উইকেট হারিয়ে বসে পাকিস্তান।

এরপর শেষদিকে নাসিম শাহ ও ফাহিম গড়েন ৫৬ বলে ৬০ রানের জুটি। ৩৮তম ওভারের চতুর্থ বলে ফাহিমকে ফিরিয়ে জুটি ভাঙেন বেন সিয়ার্স। ছক্কা মারার ঠিক পরের বলে ফাহিম খোঁচা দিতে গিয়ে নিউজিল্যান্ডের উইকেটরক্ষক মিচেল হের হাতে ক্যাচ তুলে দিয়েছেন। ৮০ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭৩ রান করেন ফাহিম।

এর আগে ৫০ ওভারে ৮ উইকেটে করেছে ২৯২ রান করে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৯৯ রান করেন মিচেল হে। পাকিস্তানের হয়ে মোহাম্মদ ওয়াসিম ও সুফিয়ান মুকিম নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন হারিস রউফ, আকিফ জাভেদ ও ফাহিম আশরাফ।