বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০১:০২ পিএম

পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ

ছবি: সংগৃহীত

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের প্রধান কোচ রব ওয়াল্টার।

মঙ্গলবার (১ এপ্রিল) দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে রব ওয়াল্টার দায়িত্ব ছেড়েছেন।

তবে গুঞ্জন আছে, দলের পারফরম্যান্স ভালো না হওয়া এবং নিউজিল্যান্ড থেকে ভ্রমণের চাপ থাকায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

২০২৩ সালে প্রোটিয়াদের দায়িত্ব নেওয়ার পর থেকেই আমুল বদলে যায় দলটি। তার অধীনেই ২০২৪ টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দক্ষিণ আফ্রিকা। এ ছাড়াও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও খেলে প্রোটিয়ারা।

তবে, আইসিসি টুর্নামেন্টগুলোতে সফল হলেও দ্বিপাক্ষিক সিরিজে তিনি আশানুরূপ ফল দেখাতে পারেননি। তার অধীনে প্রোটিয়ারা ৩ ওয়ানেড সিরিজ এবং আট টি-টোয়েন্টি সিরিজের ৭টিতেই হেরেছে।

উল্লেখ্য, আগামী জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান্ডে ও টি-২০ সিরিজ খেলবে প্রোটিয়ারা। এরপর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর করবে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

আরবি/আরডি

Link copied!