বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

বিশ্বজয়ের ৫০ বছর, ঐতিহাসিক আয়োজনে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০২:৩৭ পিএম

বিশ্বজয়ের ৫০ বছর, ঐতিহাসিক আয়োজনে ওয়েস্ট ইন্ডিজ

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ১৯৭৫ সালে। ইংল্যান্ডে আয়োজিত সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ।

চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের সেই বিশ্বজয়ের ৫০ বছর পূর্তি হবে। আর সেটি ঘটা করেই উদযাপন করবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

গত সোমবার (৩১ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সিডব্লিউআইয়ের সভাপতি ড. কিশোর শ্যালো।

বিশ্বজয়ের সুবর্ণজয়ন্তী পালনের ঘোষণা দিয়ে সিডব্লিউআই সভাপতি বলেন, ‘এই বছর আমরা ১৯৭৫ সালে আমাদের প্রথম বিশ্বকাপ জয়ের ৫০তম বার্ষিকী উদ্‌যাপন করব। আমরা পরিকল্পনার একেবারে শেষ ধাপে আছি। এখন শুধু কয়েকটি বিষয় চূড়ান্ত করা বাকি। এটি এ বছর আমাদের বার্ষিক পঞ্জিকার একটি মূল ঘটনা হবে।’

জুনে বার্বাডোজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের মধ্য দিয়ে এই উদযাপন করবে ওয়েস্ট ইন্ডিজ। এ নিয়ে ড. কিশোর বলেন, ‘‘আমাদের মধ্যে এখনো (প্রথম বিশ্বকাপজয়ী) ১২ জন কিংবদন্তি জীবিত আছেন। আমরা বার্বাডোজে আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁদের সেই সাফল্য উদ্‌যাপন করতে যাচ্ছি।’

উল্লেখ্য, লর্ডসে প্রথম বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে ব্যাট হাতে ৮৫ বলে ১০২ রানের ‘ম্যাচ উইনিং নক’ খেলেন অধিনায়ক ক্লাইভ লয়েড।

এদিকে ১৯৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী দলের ১৪ সদস্যের মধ্যে জীবিত আছেন ১২ জন। এরা হলেন, ক্লাইভ লয়েড (৮০), ভিভ রিচার্ডস (৭৩), গর্ডন গ্রিনিজ (৭৩), অ্যালভিন কালীচরণ (৭৬), রোহান কানহাই (৮৯), বার্নার্ড জুলিয়েন (৭৫), ডেরিক মারে (৮১), ভ্যানবার্ন হোল্ডার (৭৯), অ্যান্ডি রবার্টস (৭৪), কলিস কিং (৭৩), ল্যান্স গিবস (৯০) ও মরিস ফস্টার (৮১) ।

১৪ সদস্যের বাকি দুই খেলোয়াড় রয় ফ্রেডেরিকস (২০০০ সালের সেপ্টেম্বরে) ৫৭ বছর বয়সে এবং কিথ বয়েস (১৯৯৬ সালের অক্টোবরে) ৫৩ বছর বয়সে মারা যান।

ওয়েস্ট ইন্ডিজের এই উদযাপনে উপস্থিত থাকবেন ১৯৭৯ বিশ্বকাপজয়ী দলে ছিলেন কিংবদন্তি ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং। যদিও তিনি ১৯৭৫ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন না।

সিডব্লিউআইয়ের এমন পরিকল্পনায় উচ্ছ্বাস প্রকাশ করে এই কিংবদন্তি পেসার বলেন, ‘আমি মনে করি এটি একটি দুর্দান্ত পরিকল্পনা। আমি উদ্‌যাপনের বিস্তারিত জানি না, তবে আমাদের অর্জনগুলো উদ্‌যাপন করার ধারণাটা দারুণ।

আরবি/আরডি

Link copied!