ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

তবে কি ফুরিয়ে গেছেন ধোনি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৩:১৫ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বয়স প্রায় ৪৪ ছুঁই ছুঁই। তাও নিয়মিত খেলে যাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। তবে এবার বেশ সমালোচনার মুখে পড়তে পয়েছে চেন্নাইয়ের হয়ে ৫ বার ট্রফি জেতা এই উইকেট কিপার ব্যাটার। 

চলতি আইপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে ধোনির চেন্নাই সুপার কিংস। যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ধোনি। এছাড়া এর পরের ম্যাচে রাজস্থানের বিপক্ষেও শেষদিকে ব্যাট করতে নেমেছিলেন এই ফিনিশার।  

আর এতেই সমালোচনার মুখে পড়েছেন এই ক্রিকেটারকে। ভক্তরা বলছেন, এই ধোনিকে তারা চেনেন না! তারা সেই ধোনিকে দেখতে চায় যে দলের বিপদে ৪ নম্বর কিংবা ৫ নম্বরে ব্যাট করতে নেমে ম্যাচ জিতিয়ে উঠবেন। 

তবে এবার ধোনির ব্যাটিং পজিশন নিয়ে ব্যাখ্যা দিয়েছেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং। তিনি জানিয়েছেন, ধোনির ব্যাটিং পজিশন নির্ধারিত হয় তার শারীরিক অবস্থা ও ম্যাচের পরিস্থিতির ওপর ভিত্তি করে।  

স্টিফেন ফ্লেমিং বলেন, ‍‍`এটা সময়ের ব্যাপার। ধোনি নিজেই এটা বিচার করে। তার শরীর, হাঁটু আগের মতো নেই। তিনি স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারলেও একটানা ১০ ওভার ব্যাট করতে পারবেন না। তাই তিনি পরিস্থিতি বুঝে ব্যাটিংয়ে নামেন।‍‍`

তবে পরিস্থিতি বিবেচনায় আগেও নামতে পারেন ধোনি। ফ্লেমিং মনে করেন তিনি (ধোনি) অন্য ব্যাটারদের ওপরও আস্থা রাখেন। তাছাড়া উইকেটকিপিং ও নেতৃত্বের দিক থেকে ধোনি দলের জন্য অনেক মূল্যবান। 

আইপিএলের চলমান আসরে তিন ম্যাচে ১ জয়ের বিপরীতে ২ ম্যাচে হারতে হয়েছে চেন্নাইকে। পয়েন্ট টেবিলের ৭ নম্বরে অবস্থান করছে টুর্নামেন্টের চ্যাম্পিয়নরা।