বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

নতুন প্রেমে মজেছেন হার্দিক!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৩:৪৯ পিএম

নতুন প্রেমে মজেছেন হার্দিক!

ছবি: সংগৃহীত

নাতাশা স্ট্যানকোভিচ আর হার্দিক পান্ডিয়ার সম্পর্ক এখন কেবলই অতীত। ছেলে অগস্ত্যর মায়াও ঠেকাতে পারেনি এই দু’জনের ডিভোর্স। নাতাশার সাথে বিচ্ছেদের পরই নতুন করে প্রেমে মজেছেন হার্দিক!

গুঞ্জন আছে, ব্রিটিশ গায়িকা জ্যাসমিন ওয়ালিয়ার সাথে প্রেম করছেন হার্দিক। অবশ্য এমন গুঞ্জনের পেছনে যথেষ্ট কারণও আছে। বেশ কয়েকবার খেলার মাঠে হার্দিকের সমর্থনে গলা ফাটাতে দেখা গেছে তাকে।

বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জ্যাসমিনকে দেখা যায় হার্দিকদের হয়ে উদযাপন করতে। এছাড়াও গতকাল রাতে মুম্বাই ইন্ডিয়ানস ও কেকেআর-এর ম্যাচ চলাকালীন জ্যাসমিনকেও হার্দিক এবং তার টিমের হয়ে উল্লাস করতে দেখা গেছে। পরে জয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বাসেও দেখা যায় জ্যাসমিনকে।

এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, জ্যাসমিন ওয়ালিয়া মুম্বাই ইন্ডিয়ানসের ক্রিকেটার এবং তাদের ঘনিষ্ঠদের সঙ্গে বাসে উঠতে উঠছেন।

উল্লেখ্য, স্ত্রী নাতাশার সাথে বিচ্ছেদের পর হার্দিকের সঙ্গে নাম জড়িয়ে যায় জ্যাসমিন ওয়ালিয়ার। গত বছর থেকেই দুজনের প্রেমের গুঞ্জন শোনা যেতে শুরু করে।

এর আগে ২০২৪-এ যখন একজন রেডিট ব্যবহারকারী হার্দিক এবং জ্যাসমিনের গ্রিসে ছুটি কাটানোর ছবির একটি কলাজ শেয়ার করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে ছবিগুলির মাধ্যমেই প্রমাণিত হয় যে দুজনে একই সময়ে একই জায়গায় ছুটি কাটাচ্ছেন। তবে, হার্দিককে এখনও জ্যাসমিনকে নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে শোনা যায়নি।

আরবি/আরডি

Link copied!