বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

স্ত্রীর সঙ্গে রোমান্টিক লুকে মেসি, ইনস্টাগ্রাম তোলপাড়

খোলাবাজা‌র

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৪:৫৫ পিএম

স্ত্রীর সঙ্গে রোমান্টিক লুকে মেসি, ইনস্টাগ্রাম তোলপাড়

ছবি: সংগৃহীত

আর এক মাস পরই জীবনের মঞ্চে ফিফটি পূর্ণ হবে ইংলিশ কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামের। সেই মাইলফলক উদযাপনের প্রাক-প্রস্তুতি হিসেবে সম্প্রতি মায়ামিতে এক জাঁকজমকপূর্ণ পার্টি দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির এই সহ-কর্ণধার।

আর এই পার্টিতে স্ত্রীকে নিয়ে উপস্থিত ছিলেন ইন্টার মায়ামির পোস্টারবয় লিওনেল মেসি। পার্টিতে ডার্ক স্যুট পড়ে দেখা যায় বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার এই অধিনায়ককে। তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পরনে ছিল সবুজ বডিকন পোশাক। তবে সে পার্টিতে যাওয়ার আগেই ইনস্টাগ্রামে আন্তোনেলা একটি ছবি পোস্ট করেছেন। আর এতেই মজেছেন তাদের ভক্তরা।

ছবিতে মেসি বাঁ হাত দিয়ে স্ত্রীকে বুকের কাছে টেনে ধরেছেন এবং তাদের চোখে চোখ, ঠোঁটে কয়েক ইঞ্চির দূরত্ব রয়েছে। পরিপাটি অবয়বে এই ছবিতে মেসির মুখে তরুণ প্রেমিকের প্রতিচ্ছবি ভেসে উঠেছে।

বেকহ্যামের পার্টিতে উপস্থিত ছিলেন খেলাধুলা ও বিনোদন জগতের আরও অনেক তারকা, মেসিসহ বার্সেলোনা সতীর্থ সের্হিও বুসকেটস, জর্দি আলবা, লুইস সুয়ারেস, গায়ক মার্ক অ্যান্থনি, ভিক্টোরিয়া বেকহ্যাম, এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডি এবং এনবিএ তারকা শাকিল ও ’নিল।

বেকহ্যাম তার ইনস্টাগ্রামে পার্টির কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভাবলাম একটু আগেই উদযাপন শুরু করি। মায়ামিতে বিশেষ একটা রাত। ৫০তম জন্মদিন উদযাপনের শুরুতে অসাধারণ কিছু বন্ধু ও পরিবারকে পেয়ে খুব সৌভাগ্যবান লাগছে।’

আরবি/জেডি

Link copied!