আইপিএলের এবারের মৌসুমে প্রথমবারের মতো হারল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বুধবার (২ এপ্রিল) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের কাছে ৮ উইকেটে হেরেছে কোহলিরা। জস বাটলারের ব্যাটিং তাণ্ডবে বেঙ্গালুরুকে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাট এই ম্যাচে সহজ জয় পায়।
বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে ১৬৯ রানের টার্গেট দেয় গুজরাট টাইটান্সকে। বেঙ্গালুরুর হয়ে ৪০ বলে ৫৪ রান করেন লিয়াম লিভিংস্টোন, ১৮ বলে ৩২ রান করেন টিম ডেভিড এবং ৩৩ রান করেন জিতেস শর্মা। তবে, এই স্কোর গুজরাটের শক্তিশালী ব্যাটিংয়ের সামনে যথেষ্ট ছিল না।
গুজরাট টাইটান্সের জন্য জস বাটলার ছিলেন ম্যাচের হিরো। তিনি ৩৯ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন, যেখানে ৬টি ছক্কা এবং ৫টি চার ছিল। ১৭ দশমিক ৫ ওভারেই টার্গেট ছুঁয়ে ফেলে গুজরাট।
এটি ছিল বেঙ্গালুরুর প্রথম হার, যারা প্রথম দুই ম্যাচে কেকেআরকে ৭ উইকেটে এবং চেন্নাই সুপার কিংসকে ৫০ রানে হারিয়েছিল। তবে, আজকের ম্যাচে তাদের ব্যাটিং অর্ডার গুজরাটের সামনে অসহায় হয়ে পড়ে এবং তারা জয় পায়।
গুজরাট টাইটান্সের এই জয় দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে, এবং আইপিএলের এবারের মৌসুমে তাদের এক শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করবে।