শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

অপ্রতিরোধ্য বার্সা, ফাইনালে রিয়াল-বার্সা মহারণ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৮:৪৬ এএম

অপ্রতিরোধ্য বার্সা, ফাইনালে রিয়াল-বার্সা মহারণ

ছবি: সংগৃহীত

২০২৫ সালে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। এবার কোপা দেল রের সেমিফাইনালে আতলেটিকোকে হারিয়ে চার বছর পর টুর্নামেন্টটির ফাইনালে পৌঁছেছে দলটি। আগামী ২৬ এপ্রিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা।

কোপা দেল রে-তে আতলেটিকোর বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে এক দারুণ লড়াই দেখা গিয়েছিল। শেষ মুহূর্তের নাটকীয়তায় ৪-৪ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল দু’দল। তবে দ্বিতীয় লেগে সেভাবে ঘরের মাঠে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি দিয়েগো সিমিওনের আতলেটিকো।

বুধবার (২ এপ্রিল) রাতে আতলেটিকোকে ১-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তাতে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করল বার্সা।

এদিন ঘরের মাঠে সমর্থকদের রীতিমতো হতাশ করেছে আতলেটিকো। পুরো ম্যাচে তারা সেভাবে বার্সা রক্ষণভাগে সেভাবে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। বিপরীতে পুরো ম্যাচে আতলেটিকোর গোল পোস্টে ১৫টি শট নিয়েছে বার্সেলোনা।

প্রথমার্ধের শুরু থেকে বার্সালোনা একের পর এক চেষ্টা চালিয়ে গেলেও গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় ২৭ মিনিট পর্যন্ত। ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় তারা। ফেরান তোরেসের এই গোলে অবদান রেখেছে তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড লামিল ইয়ামাল।

প্রথমার্ধে আরও বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি রাফিনহা-ইয়ামালরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা করে আতলেটিকো। ম্যাচের ৬৯তম মিনিটে সুযোগও পেয়ে যায় দিয়েগো সিমিওনের শিষ্যরা। যা কাজে লাগাতে ভুল করেনি আলেকজান্ডার সারলথ। তবে অফসাইডে বাতিল হয় তার করা গোলটি।

শেষদিকে আরও বেশ কয়েকবার চেষ্টা চালিয়ে গেলেও বার্সার রক্ষণভাগকে ফাঁকি দিতে পারেনি তারা। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে চার মৌসুম পর কোপা দেল রের ফাইনালে জায়গা করে নিল কাতালানরা।

আরবি/আরডি

Link copied!