ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) চলতি মৌসুম খুব একটা ভালো যাচ্ছে না গত চার মৌসুমের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। টুর্নামেন্টের টাইটেল রেস থেকে এবার অনেক আগেই ছিটকে গেছে পেপ গার্দিওলার শিষ্যরা। সাথে শঙ্কা আছে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ নিয়েও। তবে লেস্টার সিটিকে হারিয়ে সেই আশা বাঁচিয়ে রেখে তারা।
বুধবার (২ এপ্রিল) রাতে ঘরের মাঠে লেস্টার সিটিকে আতিথেয়তা দেয় ম্যান সিটি। এদিন জ্যাক গ্রিলিশ ও ওমর মারমুশের গোলে জয় পায় স্বাগতিকরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) দুই ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি। আর এ জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে আসল পেপ গার্দিওলার শিষ্যরা।
এদিন দলের অন্যতম ফরোয়ার্ড এরলিং হলান্ডকে ছাড়াই মাঠে নামে ম্যান সিটি। তবে তাতে কোনো সমস্যা হয়নি তাদের। ম্যাচের শুরুতেই মাত্র ২ মিনিটের মধ্যে জ্যাক গ্রিলিশের গোলে এগিয়ে যায় তারা। এরপর ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুন করে হলান্ডের স্থলাভিষিক্ত ওমর মারমুশ। লেস্টার গোলরক্ষক মেস হেরমানসেনের ভুল কাজে লাগান এই মিশরীয়।
ম্যাচের বাকি সময়ও আধিপত্য ধরে রাখে সিটি। তবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা। ফলে ২-০ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।
এদিন মাঠজুড়ে দেখা যায় সিটিজেনদের আধিপত্য। ম্যাচে ৭৩ শতাংশ বল দখলের পাশাপাশি লেস্টারের গোলবারে ১৮টি শট নেয় তারা। বিপরীতে মাত্র ২টি শট নেয় লেস্টার।