ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

৭ বছরের প্রাগনিকার বিশ্ব জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ১০:১৮ এএম
ছবি: সংগৃহীত

বিশ্ব স্কুল দাবা প্রতিযোগিতায় অনূর্ধ্ব-৭ ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেছে ভারতের প্রাগানিকা। প্রতিযোগিতায় ৯ রাউন্ডের সব কয়টিতে জিতেছে ৭ বছর বয়সী এই বালিকা।

প্রাগনিকার বাবা রামনাদ বলেছেন, ‍‍‘বোন বরেণ্যাকে দেখেই দাবা খেলতে উৎসাহী হয় প্রাগনিকা। বরেণ্যা এরইমধ্যে গুজরাটের দাবায় বেশ সুনাম করেছে। কোভিডের সময় বোনকে বিভিন্ন জায়গায় খেলতে দেখেছে প্রাগনিকা। সেখান থেকেই দাবার প্রতি ওর আগ্রহ শুরু হয়। দাবা খেলা শুরু করার দেড় বছরের মধ্যে আন্তর্জাতিক সাফল্য এটাই প্রমাণ করে যে, ওর মধ্যে কতটা দক্ষতা আছে।‍‍’

উল্লেখ্য, সার্বিয়ায় অনুষ্ঠিত এবারের বিশ্ব স্কুল দাবায় ভারত থেকে মোট ২২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। যেখানে একমাত্র দাবাড়ু হিসেবে স্বর্ণপদক জিতেছে প্রাগনিকা। তিনি ছাড়াও অনূর্ধ্ব-৭ ক্যাটাগরিতে বিজেশ দেবী এবং অনূর্ধ্ব-১১ মহিলা বিভাগে ওম এশ গোত্তুমুকালা রৌপ্য পদক জিতেছে।