কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনাালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে ১-০ গোলে হেরেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এদিন একাধিক সুযোগ পেয়েও দলকে জেতাতে পারেননি ইনজুরি কাটিয়ে ফেরা মেসি।
এর আগে মেজর লিগ সকারে (এমএলএস) চোট কাটিয়ে ফিরলেও সেদিন শুরুর একাদশে ছিলেন না মেসি। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামার ২ মিনিটের মধ্যেই গোল করেন ৮ বারের ব্যালন ড’র জয়ী। তবে তবে আজ লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে গোলের সুযোগ হাতছাড়া করেছেন মেসি। হেরেছে তাঁর দল মায়ামিও।
এদিন লস অ্যাঞ্জেলসের মাঠে খেলতে যাওয়া ইন্টার মায়ামি ম্যাচের ১৭তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায়। তবে ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক কাজে লাগাতে ব্যর্থ হন মেসি।
প্রথমার্ধের শেষদিকে আরও একবার সুযোগ পান লিও। তবে এবার রণে ভঙ্গ দেন লস অ্যাঞ্জেলেসের গোলরক্ষক হুগো লরিস। প্রথমার্ধে মেসি ছাড়াও একাধিক সুযোগ হাতছাড়া করেন লুইস সুয়ারেজ।
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া চেষ্টা করতে থাকে লস অ্যাঞ্জেলস। ম্যাচের ৫৭ তম মিনিটে তাদের সেই চেষ্টা সফল হয়। মার্কো দেলগাদোর অ্যাসিস্টে গোল করেন ওর্দাজ।
এরপর মরিয়া হয়ে মায়ামি। তবে ফিনিশিং দুর্বলতা ও প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় মায়ামির পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। বেশ কয়েকটি স্পষ্ট সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন মেসি-সুয়ারেজরা। ফলে প্রথম লেগে ১-০ গোলের হার নিয়ে দ্বিতীয় লেগের অপেক্ষায় থাকতে হচ্ছে দলটিকে।
আগামী ১০ এপ্রিল ফিরতি লেগে লস অ্যাঞ্জেলসের মুখোমুখি হবে মায়ামি। এর আগে এমএলএসে টরন্টোর মুখোমুখি হবেন মেসিরা।