গত মাসে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ। অবশ্য ফরোয়ার্ডদের ব্যর্থতায় সেই ম্যাচটি জেতা হয়নি হামজা-জামালদের। গোলশূণ্য ড্র নিয়েই দেশে ফিরতে হয়েছিল হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের।
তবে ঐ ম্যাচ জিততে না পারলেও খুশির খবর পাচ্ছে হামজারা। ৯০৪.১৬ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের ১৮৫ নম্বর থেকে ১৮৩ তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।
যথারীতি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিরপ্রতিদ্বী ব্রাজিল ও উরুগুয়েকে হারিয়েছে আলবেসেস্তেরা। চ্যাম্পিয়নদের। আরেক লাতিন পরাশক্তি ব্রাজিল এই উইন্ডোতে একটি করে জয় ও হারে ১৭৭৬.০৩ পয়েন্ট নিয়েও র্যাঙ্কিংয়ে তারা আছে আগের পাঁচ নম্বর অবস্থানেই।
ফিফার এই নতুন র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্পেন। অন্যদিকে শেষ ফিফা উইন্ডোতে উয়েফা ন্যাশনস লিগের দ্বিতীয় লেগে ক্রোয়েশিয়ার কাছে হারার দরুন এক ধাপ নেমে তৃতীয়তে অবস্থান করছে ফ্রান্স।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে আছে যারা-
আর্জেন্টিনা (১ম), স্পেন (২য়), ফ্রান্স (৩য়), ইংল্যান্ড (৪র্থ), ব্রাজিল (৫ম), নেদারল্যান্ড (৬ষ্ঠ), পর্তুগাল (৭ম), বেলজিয়াম (৮ম), ইতালি (৯ম), জার্মানি (১০ম)।
ফিফা র্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোর অবস্থান
ফিফার নতুন প্রকাশিত এই তালিকায় দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ভারত। ১১৩২.০৩ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে তালিকার ১২৭ নম্বরে। তবে ঘরের মাঠে বাংলাদেশের সাথে ড্র করার পর ১ ধাপ অবনতি হয়েছে তাদের।
দক্ষিণ এশিয়া অঞ্চলের হিসেবে ভারতের পরেই অবস্থান করছে আফগানিস্তান। ৪ ধাপ পিছিয়ে তাদের অবস্থান ১৬০। তালিকার ১৭৫ নম্বর অবস্থানই ধরে রেখেছে নেপাল।
বাংলাদেশের থেকে এক ধাপ এগিয়ে ১৮২ তে অবস্থান করছে ভুটান। সম্প্রতি দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশের অবস্থা্ন ১৮৩ তে।
এছাড়া তালিকার তলানির দিকে আছে দক্ষিণ এশিয়ার অন্য দুই দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই দুই দেশের অবস্থান যথাক্রমে ১৯৮ ও ২০০।
আপনার মতামত লিখুন :