চলতি মৌসুমে ইনজুরি যেন পিঁছু ছাড়ছে না ইংলিশ ক্লাব আর্সেনালের। চোটের কারণে মৌসুমের শুরু থেকেই দলের বাইরে দলের বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরেকজন। হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে গেছেন ডিফেন্ডার গাব্রিয়েল ম্যাগালহিস। ফলে আগামী সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দেখা যাবে না তাকে।
এক বিবৃতিতে আর্সেনাল জানিয়েছে, ম্যাগালহিসের হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ত্রোপচারের প্রয়োজন হবে। তবে তিনি কবে ফিরতে পারেন, এই ব্যাপারে কিছু বলা হয়নি।
এদিকে কাই হ্যাভার্টজ, গাব্রিয়েল জেসুস, মার্টিন অডেগার্ড, বেন হোয়াইট এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি ইনজুরির কারণে আছে মাঠের বাইরে। এছাড়া আরেক ফরোয়ার্ড বুকাও সাকা গতম্যাচে মাঠে ফিরলেও এখনও পুরোপুরি ফিট না। রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তাকে মিকেল আর্তেতা রাখবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে আর্সেনালের ২-১ ব্যবধানে জয়ের ম্যাচের বিরতির আগে চোট পেয়ে মাঠ ছাড়েন ম্যাগালহিস। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ২৮টি ম্যাচ খেলে ৩টি গোলের পাশাপাশি করেছেন ৩টি অ্যাসিস্ট করেছেন ম্যাগালহিস।
প্রিমিয়ার লিগে ৩০ ম্যাচে লিভারপুলের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে দুই নম্বর স্থানে আছে আর্সেনাল।
আপনার মতামত লিখুন :