শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

খেলায় মন নেই রোহিত শর্মার!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৩:৩০ পিএম

খেলায় মন নেই রোহিত শর্মার!

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন রোহিত শর্মা। টুর্নামেন্টের ১৮তম আসরে খুব একটা রান পাচ্ছেন না ভারতীয় অধিনায়ক। টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচে করেছেন ২১ রান। এর মধ্যে প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন তিনি।

এমন বাজে পারফম্যান্সের কারণে রোহিতকে পড়তে হয়েছে নানা সমালোচনায়। নেটিজেনরা বলছেন, সময় ফুরিয়েছে রোহিতের। দলের স্বার্থেই তাকে বসিয়ে রাখা উচিত।

আজ শুক্রবার (৪ এপ্রিল) লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে খেলতে নামবে মুম্বাই। এই ম্যাচের আগে ফের বিতর্কের মুখে পড়েছেন রোহিত শর্মা।

ম্যাচের আগে লখনৌর মেন্টর এবং সাবেক মুম্বাই ইন্ডিয়ানস তারকা পেসার জহির খানের সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের ফেসবুক পেজে প্রকাশিত ঐ ভিডিওতে দেখা যায়, অনুশীলনে জহিরের সঙ্গে কথা বলছেন রোহিত। সেই সময় তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরছেন ঋষভ পন্থ।

ভিডিওতে দেখা যায়, রোহিত বলছেন, ‘আমার যা করার ছিল করে দিয়েছি। সব সময় করেছি। এখন আর আমার কিছু করার প্রয়োজন নেই।’

আর এতেই প্রশ্ন উঠেছে রোহিতের খেলা নিয়ে আগ্রহ সম্পর্কে। তবে কি খেলায় মন নেই রোহিত শর্মার!

প্রসঙ্গত, অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর ৫ বার মুম্বাইকে আইপিএল জিতিয়েনে রোহিত। তবে এখন আর তিনি দলটির অধিনায়ক নন। বর্তমানে মুম্বাইয়ের নেতৃত্বে আছেন হার্দিক পান্ডিয়া। এছাড়া এবারের আসরে রোহিত শর্মা খেলছেন ইমপ্যাক্ট ক্রিকে

টার হিসেবে। শুধুমাত্র ব্যাটিং নামছেন তিনি। ফিল্ডিং এ দেখা যায় না তাকে। তাই তার এমন বক্তব্যে প্রশ্ন ওঠায় স্বাভাবিক।

এর আগে গত বছরও আইপিএলে টানা ব্যাটিং ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন রোহিত। তখন তিনি বলেছিলেন, ‘সব বদলে যাচ্ছে। সে সব ওদের ব্যাপার। যতই হোক, দলটা আমার হাতে তৈরি। আমার বাড়ি এটা। এই মন্দির আমি বানিয়েছি। আমার কিছু যায়-আসে না, এটা আমার শেষ বছর।’

উল্লেখ্য, আজ নিজেদের চতুর্থ ম্যাচে লখনৌর বিপক্ষে মাঠে নামবে মুম্বাই। এর আগের তিন ম্যাচে শুধুমাত্র ১টিতে জয় আছে ৬ বারের চ্যাম্পিয়নদের। ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে তারা।

আরবি/আরডি

Link copied!