শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

রাশিয়ার নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ফিফা!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৪:০৭ পিএম

রাশিয়ার নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ফিফা!

ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল থেকে নিষিদ্ধ করেছিল ফিফা। তবে সেই নিষেধাজ্ঞা খুব শিগগিরই তুলে নেওয়া হবে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার মতে, দ্রুতই বিশ্ব ফুটবলে ফিরে আসবে রাশিয়া।

গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলগ্রেডে ৪৯তম ইউয়েফা কংগ্রেসে অংশ নিয়ে এমন মন্তব্য করেন ফিফা সভাপতি।

এর আগে, ২০২২ সালে প্রতিবেশী দেশ ইউক্রেনে আক্রমণ করায় রাশিয়ান ক্লাব এবং জাতীয় দলকে ফিফা এবং ইউয়েফা তাদের আয়োজিত সব প্রতিযোগিতা থেকে নিষেধাজ্ঞা দিয়েছিল। ফলে ২০২২ সালে কাতার বিশ্বকাপে খেলতে পারেনি দেশটি।

ইউয়েফার কংগ্রেসে ইনফান্তিনো রাশিয়ার এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করে বলেন, ‘যেহেতু রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তির জন্য আলোচনা চলছে, তাই আমি আশা করি আমরা শীঘ্রই পরবর্তী ধাপে যেতে পারব। আর রাশিয়াকেও ফুটবলের দৃশ্যপটে ফিরিয়ে আনতে পারব। কারণ এর অর্থ হল, সবকিছুর একটা সমাধান হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের এমন কিছুর আশাই করতে হবে। এটাই আমাদের প্রার্থনা। কারণ, এটাই ফুটবল। এটা বিভক্তির বিষয় না। এটা ছেলেদের, মেয়েদের এবং বিশ্বের সব জায়গায় লোকেদের এক ছাঁদের নিচে নিয়ে আসে।’

ইউয়েফা প্রধান আলেকজান্ডার চেফেরিনও ইনফান্তিনোর সাথে সুর মিলিয়েছেন। ‘যখন যুদ্ধ থামবে, রাশিয়া আবার ফিরে আসবে।’

আরবি/আরডি

Link copied!