ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

ম্যানচেস্টার সিটিকে বিদায় বললেন ডি ব্রুইনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৫:৫০ পিএম
ছবি: সংগৃহীত

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার কে? এমন প্রশ্নের জবাব আছে সকল ফুটবল ভক্তের কাছে। সবাই অকপটেই স্বীকার করবেন ম্যানচেস্টার সিটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় কেভিন ডি ব্রুইনা।

২০১৫ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে থেকে দলটিকে দিয়েছেন দু’হাত ভরে দিয়েছেন এই বেলজিয়ান মিডফিল্ডার। তবে এবার তাকে বিদায় বলতে হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে এক পোস্টের মাধ্যমে ম্যান সিটিকে বিদায় বলেছেন এই তারকা। সেখানে তিনি জানিয়েছেন, আগামী মৌসুমে তাকে আর এই জার্সিতে দেখা যাবে না।

চলতি মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। এখন পর্যন্ত সাফল্য বলতে এফএ কাপের ফাইনালে পৌঁছেছে দলটি। আর দলের এমন বাজে পরিস্থিতিতে সমালোচনার পাশাপাশি ছন্দহীনতায়ও ভুগেছেন দলটির অধিনায়ক কেভিন ডি ব্রুইনা। তাই পরিস্থিতি বিচার-বিবেচনা করে শুক্রবার ঠিকানা বদলের চূড়ান্ত সিদ্ধান্তও জানিয়ে দিলেন তিনি।

কেভিন ডি ব্রুইনার ইনস্টাগ্রাম পোস্ট ।। ছবি: সংগৃহীত 

 

এদিন ইনস্ট্রাগ্রামের এক পোস্টে এই মিডফিল্ডার লেখেন, ‘এটা দেখে হয়ত বুঝতে পারছেন বিষয়টা কোন দিকে এগোচ্ছে। তাই আমি সরাসরি সেখানেই চলে যাচ্ছি এবং আপনাদের সবাইকে জানাচ্ছি যে, ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে এটাই আমার শেষ মাস। এই ব্যাপারে কিছুই লেখা সহজ কাজ না, কিন্তু ফুটবল খেলোয়াড় হিসেবে আমরা সবাই জানি যে এই দিনটি একদিন আসবেই। আমার জন্য সেই দিনটা এসে গেছে। আর আপনাদেরই আমার কাছ থেকে এটা সবার শোনা উচিত।’

পোস্টে সিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘ফুটবল আমাকে আপনাদের সবার কাছে এবং সিটির কাছে নিয়ে এসেছে। এই সময়টা যে আমার জীবন বদলে দেবে, তা আমি জানতাম না। আমি স্বপ্নের পেছনে ছুটেছি। এই শহর…এই ক্লাব… এই মানুষগুলো... তারা আমাকে সবকিছু দিয়েছে। তাদের এর সবকিছু ফিরিয়ে দেওয়া ছাড়া আমার আর কোন উপায় ছিল না! আর দেখুন, আমরা সবকিছুই জিতেছি। এটা আমাদের ভালো লাগুক বা না লাগুক, বিদায় বলার সময় এসেছে।

সিটিজেনদের হয়ে সব মিলিয়ে ৪১৩টি ম্যাচ খেলেছেন ডি ব্রুইনা। যেখানে তিনি ১০৬ গোলের পাশাপাশি করেছেন ১৭৪টি অ্যাসিস্ট।