রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫

চেন্নাইয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দিল্লি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৫:০৪ পিএম

চেন্নাইয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দিল্লি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নেমেছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল।

শনিবার (৫ এপ্রিল) দিল্লির বিপক্ষে অনেকটাই অনিশ্চিত ছিল চেন্নাই সুপার কিং অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ম্যাচের আগেই ফিট হয়ে ওঠেন তিনি। ফলে তিনিই নেতৃত্ব দিচ্ছেন এবং দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেলের সঙ্গে টস করতে নামেন।

আগের তিন ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে চেন্নাই। অন্যদিকে দিল্লি জয় পেয়েছে দুই ম্যাচের দুটিতেই। আজ চেন্নাইকে হারাতে পারলে এককভাবে উঠে যাবে শীর্ষে।

দিল্লি ক্যাপিটালস একাদশ: জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, কেএল রাহুল, অভিষেক পোরেল, ক্রিস্টান স্টাবস, সমীর রিজভি, অক্ষর প্যাটেল, আশুতোষ শর্মা, বিপ্রজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব ও মোহিত শর্মা।

চেন্নাই সুপার কিংস একাদশ: রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড় (সি), বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (ডব্লিউ), রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমেদ, মুকেশ চৌধুরী, খলিল আহমেদ ও মাথিশা পাথিরানা।

আরবি/এসআর

Link copied!