সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ১১:০৯ এএম

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম

ছবি: সংগৃহীত

হার্ট অ্যাটাকের কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তামিম ইকবাল। তবে তার শারীরিক সুস্থতার উন্নত মূল্যায়ন ও চিকিৎসার জন্য এবার তিনি দেশের গণ্ডি পেরিয়ে সিঙ্গাপুর যাচ্ছেন, যেখানে উন্নত চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করা হবে।

গত ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তামিম ছাড়পত্র পান। চিকিৎসকদের মতে, সে সময় তার অবস্থা স্থিতিশীল ছিল, তাই বাড়িতে বিশ্রামের অনুমতি দেওয়া হয়। তবে তখন থেকেই শোনা যাচ্ছিল, পরবর্তী ধাপে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হতে পারে।

এদিকে, এক সপ্তাহেরও বেশি সময় বাড়িতে কাটিয়ে তামিম বর্তমানে ভালো আছেন—এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।  শনিবার দেশের একটি গণমাধ্যমে তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য তামিম সিঙ্গাপুরে যাবেন। যদিও যাত্রার তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে খুব শিগগিরই তার যাত্রার দিনক্ষণ নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে।

চিকিৎসার পরবর্তী ধাপে তামিম কোন বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন কিংবা কতদিন সেখানে থাকবেন, এ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে তামিমের পরিবার ও বিসিবি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণেই তিনি থাকবেন।

আরবি/এফআই

Link copied!