ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

কবে পিএসএলে যোগ দেবেন লিটন-নাহিদ-রিশাদ?

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০১:১৩ পিএম
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর দশম আসরে এবার বাংলাদেশের তিন ক্রিকেটার অংশগ্রহণ করছেন। তারা হলেন- নাহিদ রানা, লিটন দাস এবং রিশাদ হোসেন।

এখন প্রশ্ন হচ্ছে, তাদের কে কবে থেকে যোগ দিবেন টুর্নামেন্টে? জানা গেছে, নাহিদ রানা প্রথমে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলবেন এবং তারপর পাকিস্তান সফরে গিয়ে পেশোয়ার জালমি দলের হয়ে পিএসএলে যোগ দেবেন।

এ ছাড়া লিটন দাস ৮ এপ্রিল পিএসএলে যোগ দেবেন এবং করাচি কিংস দলের হয়ে খেলবেন।

আর রিশাদ হোসেনও পিএসএল খেলতে পাকিস্তান যাবেন, তবে তিনি প্রথমে ৭ এপ্রিল ডিপিএলের ম্যাচ খেলবেন প্রাইম ব্যাংকের হয়ে এবং পরে লাহোর কালান্দার্স দলের সঙ্গে যোগ দেবেন।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয় পিএসএলের দশম আসরের ড্রাফট। যেখানে ছিলেন ৩৯ বাংলাদেশি ক্রিকেটার। এদের মধ্যে থেকে দল পান ৩ জন। দ্বিতীয় সর্বোচ্চ ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে পেসার নাহিদ রানাকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। যেখানে তার পারিশ্রমিক ৬০ লাখ টাকা। এ ছাড়া সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে করাচি কিংস এবং রিশাদ হোসেনকে লাহোর কালান্দার্স দলে নেয়।