জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন যশপ্রীত বুমরাহ। তবে এক্ষেত্রে মুম্বাইকে যশপ্রীত বুমরাহকে নিয়ে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছে ভারতীয় বোর্ড।
আজ রোববার (৬ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেন ভারতীয় এই পেসার। এর আগে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) মেডিকেল টিমের রিপোর্টে সন্তোষ প্রকাশ করায় ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) তাঁকে খেলার অনুমতি দিয়েছে।
জশপ্রীত বুমরাহকে স্বাগত জানিয়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট করে মুম্বাই ইন্ডিয়ান্স।
তবে মুম্বাই শিবিরে যে যোগ দিলেও আপাতত আগামীকাল (সোমবার) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ খেলার সম্ভাবনা নেই বুমরাহর। তাঁকে নিয়ে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছে বিসিসিআই। আগামী ১৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন বুমরাহ।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্ট খেলার সময় পিঠে চোট পান বুমরাহ। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে পড়েন তিনি। এ ছাড়া আইপিএলের মুম্বাইয়ের হয়ে প্রথম কয়েকটি ম্যাচে নামা হয়নি এই গতি তারকার।